নাটোরে প্রায় আড়াই লাখ শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর কার্যক্রম শুরু হয়েছে। আজ সোমবার (২০ ফেব্রুয়ারি) নাটোর সদর উপজেলা স্বাস্থ্য অফিসে কার্যক্রমের উদ্বোধন করেন নাটোর-২ আসনের সংসদ সদস্য মো. শফিকুল ইসলাম শিমুল।
এ সময় তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে দেশে পরিচালিত ভিটামিন ‘এ’ ক্যাপসুল ও কৃমিনাশক ট্যাবলেট সেবন এবং শিশুদের টিকাদান কার্যক্রমে আমরা বিশ্বের রোল মডেল। ভিটামিন ‘এ’ গ্রহণ করা হলে শিশুদের স্বাভাবিক বৃদ্ধি নিশ্চিত হওয়ার পাশাপাশি দৃষ্টিশক্তি স্বাভাবিক থাকে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। এসব কার্যক্রম আমাদের শিশুদের সুরক্ষিত করছে।
নাটোর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহবুবুর রহমান এবং মেডিকেল অফিসার ডা. রাজেশ কুমার সাহা এ সময় উপস্থিত ছিলেন।
আজ জেলায় মোট দুই লাখ ৪৮ হাজার ৫৯৫ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। এরমধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ২৫ হাজার ৫৬২ শিশুকে নীল রঙের ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী দুই লাখ ২৩ হাজার ৩৩ শিশুকে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে। জেলার এক হাজার ৩৮৮টি কেন্দ্রে একযোগে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh