চুয়াডাঙ্গার ভারত সীমান্তে উদ্ধার করা ৩ কোটি ৬৯ লাখ ৮৪ হাজার ৮২৭ টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করলো বিজিবি।
আজ সোমবার (২০ ফেব্রুয়ারি) বেলা ১১টায় চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটেলিয়ন দপ্তরে আনুষ্ঠানিকভাবে এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়।
চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক লে. কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান পিএসসি জানান, ২০২০ সালের জুন মাস থেকে ২০২২ সালের ৩১ জুলাই পর্যন্ত চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলার ভারত সীমান্তবর্তী বিভিন্ন এলাকা থেকে ২৬ হাজার ১৮৮ বোতল ফেনসিডিল, ৪ হাজার ৭৪৯ বোতল মদ, ৩৭ লিটার দেশীয় খোলা মদ, ৭ বোতল বিয়ার, ৬৭০ কেজি গাঁজা, ৬১১টি ইয়াবা, ৩৭ কেজি আলফিকিরি সীসা, ৩৮ গ্রাম ফেচুয়া পাউডার, ৬ হাজার ১৮৪ প্যাকেট ভারতীয় সিগারেট, ৩ হাজার ৩৩৬ প্যাকেট ভারতীয় বিড়ি, ৫ হাজার ৯৭৯টি নেশা জাতীয় ট্যাবলেট, ২ হাজার ৫৫০টি নেশা জাতীয় ইনজেকশন, ৫ দশমিক ৫২২৪৮ কেজি হেরোইন ও ৪৭ গ্রাম কোকেন জব্দ করা হয়। এ পরিমাণ মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৩ কোটি ৬৯ লাখ ৮৪ হাজার ৮২৭ টাকা। যা ধ্বংস করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন- চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক লে কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান, যশোর বিজিবির আঞ্চলিক কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহমেদ, কুষ্টিয়া বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল এমারাত হোসেন পিবিজিএম ও চুয়াডাঙ্গা বিজিবি হাসপাতালের অধিনায়ক লে. কর্নেল শায়লা চৌধুরী।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : চুয়াডাঙ্গা ভারত বিজিবি মাদক
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh