চুয়াডাঙ্গার দর্শনায় চিত্রা ও সুন্দরবন ট্রেনের রাত্রিকালীন যাত্রা বিরতি এবং দর্শনা স্টেশনে ভারতে চলাচলকারী মৈত্রী ট্রেন যাত্রীদের আসন বরাদ্দ ও ওঠানামার ব্যবস্থাসহ ছয় দফা দাবিতে দর্শনার জন্য আমরা নামের একটি সংগঠন সাংবাদিক সম্মেলন করেছে।
আজ সোমবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে চুয়াডাঙ্গা প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যের মাধ্যমে এসব দাবি উপস্থাপন করেন সংগঠনের আহবায়ক আনোয়ারুল ইসলাম বাবু।
সংগঠনের বাকি দাবিসমুহ হচ্ছে- চুয়াডাঙ্গা-কালীগঞ্জ সড়কে দর্শনা রেলগেটে ওভারপাস অথবা আন্ডারপাস নির্মাণ, রেলওয়ে কন্টেইনার টার্মিনাল তৈরি ও দর্শনা–খুলনা রেলপথ ডবল লাইন , বেনাপোল এক্সপ্রেস ট্রেনে দুটি এসি বগি এবং ট্রেনের টিকেট কালোবাজারী বন্ধ করা।
সংবাদ সম্মেলনে সংগঠনের সদস্য একেএম রবিউল আলম, জাহাঙ্গীর আলম, তারিকুর রহমান, জামাল উদ্দিন, সেলিম রেজা ও আল মামুন উপস্থিত ছিলেন। সংগঠনের পক্ষ থেকে ন্যয্যদাবিসমুহ মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : চুয়াডাঙ্গা দর্শনা স্টেশন মৈত্রী ট্রেন
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh