বাংলাদেশ একমাত্র দেশ, যেই দেশ ভাষার জন্য রক্ত দিয়েছে: তোফায়েল

১৯৫২ সালের ভাষা শহীদদের শ্রদ্ধা জানিয়ে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, বাংলাদেশ একমাত্র দেশ, যেই দেশ ভাষার জন্য রক্ত দিয়েছে। বাংলাদেশ গর্বিত জাতি। আমরা মায়ের ভাষার জন্য রক্ত দিয়ে মাতৃভাষার অধিকার আদায় করেছি।

আজ মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে ভোলা জেলা পরিষদ হলরুমে জেলা আওয়ামী লীগের আয়োজনে শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভায় ভাচুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ভোলা জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুল কাদের মজনুর সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গোলদার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. ইউনুছ, বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হক আরজু, সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী নেওয়াজ পলাশ, জেলা শ্রমিকলীগের সভাপতি হারুন হাওলাদার, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম, জেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি আবু ছায়েম প্রমুখ। 

এসময় আলোচনা সভায় আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

এর আগে, রাত ১২টা এক মিনিটে সরকারি স্কুল মাঠ কেন্দ্রীয় শহিদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা, সকালে দলীয় কার্যালয়ের সামনে জাতীয়, দলীয় ও কালো পতাকা উত্তোলন ও  জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সংগঠনটির নেতাকর্মীরা।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //