এ বছরই আওয়ামী লীগের শেষ বছর: দুলু

কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, সরকারকে একটা ধাক্কা মারলেই আর ক্ষমতায় থাকতে পারবে না। এ বছর আওয়ামী লীগের শেষ বছর।

আজ শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১০টায় শহরের আলাইপুরস্থ জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি, খালেদা জিয়াসহ সকল নেতাকর্মীদের মুক্তি ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফার দাবিতে পদযাত্রা কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে দুলু এসব কথা বলেন।

আওয়ামী লীগকে উদ্দেশ্য করে বিএনপির নেতা দুলু বলেন, আওয়ামী লীগের দিন শেষ। বর্তমান স্বৈরাচার আওয়ামী লীগ সরকার যতক্ষণ পর্যন্ত ক্ষমতা না ছাড়বে, ততক্ষণ পর্যন্ত খালেদা জিয়ার মুক্তির আন্দোলন, তারেক রহমানের আন্দোলন, বিএনপির আন্দোলন এবং জনগণের আন্দোলন চলবেই। জনগণকে সঙ্গে নিয়েই সরকার পতন ঘটানো হবে।

বিএনপির নেতাকর্মীদের উদ্দেশে দুলু বলেন, যতই ভয়-ভীতি দেখাক। এ ১৪ বছর অনেক কষ্ট করেছেন। আপনারা অনেক রক্ত ঝরিয়েছেন। সানাউল্লাহ নূর বাবু, রাকিব, সুজনসহ অসংখ্যক নেতাকর্মী ভাইদের হারিয়েছি। আমাদের অনেক নেতাকর্মীরা হামলা-মামলা, নির্যাতনের স্বীকার হয়েছেন। তবুও তারা দল ছেড়ে কোথাও যায়নি। আর মাত্র কয়েকটা দিন। তারপরই অন্ধকার কেটে নতুন সূর্য আসবে। এই সূর্য বাংলাদেশের মানুষের গণতন্ত্র, মানুষের স্বাধীনতা, মানুষের কথা বলার অধিকার। সামনে যত রকম আক্রমণ হোক না কেন আপনারা ঐক্যবদ্ধ থাকবেন। জনগণের ভোটের অধিকার, গণতন্ত্রের অধিকার ফিরিয়ে আনা হবে।

দুলু আরো বলেন, আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় বার বার ছিলাম। আমরা ক্ষমতায় থাকাকালে আওয়ামী লীগের ওপর অত্যাচার, নির্যাতন, নিপীড়ন, হামলা, তাদের মিছিলে আক্রমণ, বাড়িঘরে আগুন দেওয়া এ রাজনীতি আমি কখনও করিনি। আমি নাটোরের দায়িত্বরত মন্ত্রী ছিলাম। কখনও তাদের মিটিংয়ে হামলা, মিছিলে বাধা দেওয়া এমন রাজনীতি করিনি। আজ বড়ই কষ্ট লাগে আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা করা হয়, বাধা দেওয়া হয়। আজকের এ শান্তিপূর্ণ কর্মসূচি আটকানোর জন্য বিভিন্ন রকম পায়তারা করা হয়েছিল। আজ চাল, তেল, গ্যাসসহ নিত্য প্রয়োজনীয় সব দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। সাধারণ মানুষ আজ কষ্টে দিন কাটাচ্ছে।

জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক মো. শহিদুল ইসলাম বাচ্চুর সভাপতিত্বে পদযাত্রা কর্মসূচিতে উপস্থিত ছিলেন- সদস্য সচিব রহিম নেওয়াজ, সাবেক এমপি কাজী গোলাম মোর্শেদ, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক কাজী শাহ্ আলম, সাবেক মেয়র এমদাদুল হক আল মামুন প্রমুখ।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //