পুঠিয়ায় ক্ষুদ্র-নৃগোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে সাইকেল বিতরণ

রাজশাহীর পুঠিয়া উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত ক্ষুদ্র-নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে সাইকেল বিতরণ করা হয়েছে।

আজ সোমবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে ১০ জন শিক্ষার্থীর হাতে এই সাইকেল বিতরণ করা হয়। 

একসঙ্গে তিনি উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে স্নাতক, উচ্চ মাধ্যমিক, মাধ্যমিক, প্রাথমিক শ্রেণিতে অধ্যয়নরত ১১০ জন ক্ষুদ্র-নৃগোষ্ঠীর ছাত্র-ছাত্রীদের মাঝে ৫ লাখ ১৬ হাজার টাকার শিক্ষা বৃত্তি তুলে দেন রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য প্রফেসর ডা. মনসুর রহমান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুরুল হাই মোহাম্মাদ আনাছের সভাপতিত্বে অনুষ্ঠানে থানার পুঠিয়া ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন, সদর ইউপি চেয়ারম্যান আশঁরাফ খান ঝন্টু, আওয়ামী লীগ নেতা আমজাদ হোসেন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হাবিবুর রহমান হাবিবুসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা উপস্থিত ছিলেন।

সাইকেল পেয়ে ক্ষুদ্র-নৃগোষ্ঠী একজন শিক্ষার্থী বলেন, বাবার আর্থিক অবস্থা বুঝে সাইকেল নিয়ে স্কুলে যাওয়ার ইচ্ছেটা বিসর্জন দিয়েছিলাম। প্রধানমন্ত্রীর দেওয়া সাইকেল পেয়ে আমার সেই ইচ্ছে পুরণ হলো। আমি সাইকেল নিয়ে স্কুলে যাব। এ আনন্দ আপনাদের বলে বোঝাতে পারব না।

অনুষ্ঠানে সংসদ সদস্য ডা. মনসুর বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী ও দূরদর্শী নেতৃত্বে দেশ উন্নয়ন ও সমৃদ্ধিতে এগিয়ে যাচ্ছে। দ্রুত অগ্রসরমান এ উন্নয়ন দেশের সকল জনগোষ্ঠীকে সাথে নিয়ে। অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এক্ষেত্রে ক্ষুদ্র-নৃগোষ্ঠীকে উন্নয়নের ধারায় গতিশীল করতে বৃত্তি ও উপকরণ প্রদানের মাধ্যমে শিক্ষা সহায়তা, সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় মাসিক ভাতা এবং আবাসন সুবিধা প্রদান করা হচ্ছে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //