বরিশাল মোহামেডান স্পোর্টিং ক্লাব ফিরিয়ে দেয়ার দাবিতে মানববন্ধন ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি পেশ করা হয়েছে।
আজ বুধবার (১ মার্চ) সকাল সাড়ে ১০টায় মোহামেডান ক্লাব চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মোহামেডান ক্লাব রক্ষা কমিটির আয়োজনে মানববন্ধনে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি অ্যাডভোকেট মীর আমিনুদ্দিন মোহন।
বক্তব্য রাখেন সম্মিলিত সামাজিক আন্দোলনের সাধারণ সম্পাদক কাজী এনায়েত হোসেন শিপলু, ক্লাব রক্ষা কমিটির সদস্য সচিব নজরুল ইসলাম খান, বাসদ বরিশাল জেলা শাখার সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্তী, বিপ্লবী কমিউনিস্ট লীগ বরিশাল জেলা শাখার সভাপতি অধ্যাপক নৃপেন্দ্র নাথ বাঢ়ৈ, পরিবেশবিদ কাজী মিজানুল ইসলাম, ফিউচার বাংলাদেশের সদস্য সচিব ইমামুল হাসান শামীম, গণনাট্য সংস্থা বরিশাল জেলা শাখার আহবায়ক শাহ আজিজুর রহমান খোকন, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট বরিশাল জেলা শাখার দপ্তর সম্পাদক শহিদুল ইসলাম, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ব্রজমোহন কলেজ শাখার সাধারণ সম্পাদক বিজন শিকদার প্রমুখ।
এসময় বক্তারা বলেন, ৮০ বছরের মোহামেডান স্পোর্টিং ক্লাব বরিশালের ক্রীড়াঙ্গনের একটি ঐতিহাসিক প্রতিষ্ঠান। এই ক্লাবের জমি এস এ খতিয়ান, বি এস খতিয়ানের পর্চা আছে। কোন কারণ দর্শানো ছাড়াই বরিশাল সিটি কর্পোরেশন গত ১১ জানুয়ারি রাতে যেভাবে গায়ের জোরে এই ক্লাব উচ্ছেদ করেছে তা শতভাগ অবৈধ ও ন্যক্কারজনক।
বক্তারা বলেন, ক্রীড়া প্রতিষ্ঠান সচল না থাকলে সেটা সচল করার জন্য কর্তৃপক্ষ প্রণোদনা দিতে পারে, কোনভাবেই উচ্ছেদ করতে পারেনা। বক্তারা অবিলম্বে ঐতিহ্যবাহী মোহামেডান ক্লাবকে পূর্বের অবস্থায় ফিরিয়ে দেয়ার পাশাপাশি একে সচল ক্রীড়া প্রতিষ্ঠান হিসেবে চালু করার পদক্ষেপ নেয়ার দাবি জানান।
মানববন্ধন শেষে একটি মিছিল নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে মোহামেডান ক্লাব পূর্বের অবস্থায় ফিরিয়ে দেয়ার দাবিতে ক্লাব রক্ষা কমিটি জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করে।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : বরিশাল মোহামেডান স্পোর্টিং ক্লাব মানববন্ধন
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh