চুয়াডাঙ্গায় ৬ দফা দাবিতে রেলপথ অবরোধ

চুয়াডাঙ্গার দর্শনায় চিত্রা ও সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের রাত্রিকালীন যাত্রা বিরতি এবং দর্শনা রেলস্টেশনে ভারতে চলাচলকারী মৈত্রী ট্রেন যাত্রীদের আসন বরাদ্দ ও ওঠানামার ব্যবস্থাসহ ছয় দফা দাবিতে রেলপথ অবরোধ করা হয়েছে।

আজ বুধবার (১ মার্চ) বেলা ১১টায় ‘দর্শনার জন্য আমরা’ সংগঠন এ অবরোধ কর্মসূচি পালন করে। এসময় খুলনা থেকে ছেড়ে আসা রূপসা এক্সপ্রেস ট্রেনটি প্রায় আধাঘণ্টা রেলপথ অবরোধের মধ্যে পড়ে।

এসময় বক্তব্য রাখেন ‘দর্শনার জন্য আমরা’ সংগঠনের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা  আনোয়ারুল ইসলাম বাবু ও আওয়ামী লীগ চুয়াডাঙ্গা জেলা শাখার সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক ও বাংলাদেশ ইউপি চেয়ারম্যান এ্যাসোসিয়েশনের সভাপতি পারকৃষ্ণপুর-মদনা ইউপি চেয়ারম্যান এস.এ.এম.জাকারিয়া আলম।

পরে ঘটনাস্থলে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রোকসানা মিতা উপস্থিত হয়ে চুয়াডাঙ্গার দর্শনায় চিত্রা ও সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের রাত্রিকালীন যাত্রা বিরতি এবং দর্শনা রেলস্টেশনে ভারতে চলাচলকারী মৈত্রী ট্রেন যাত্রীদের আসন বরাদ্দ ও ওঠানামার ব্যবস্থাসহ ছয় দফা দাবির বিষয়টি যথাযথভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে রেলপথ অবরোধ তুলে নেওয়া হয়।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //