আগাছানাশক স্প্রে করে ৩ বিঘা গম ক্ষেত পুড়িয়ে দেয়ার অভিযোগ

রাজশাহীর পুঠিয়ায় স্বামীর বিরুদ্ধে আগাছা নাশক ওষুধ দিয়ে তিন বিঘা জমির গম ক্ষেত পুড়িয়ে দেয়ার অভিযোগ তুলেছেন স্ত্রী রেখা বেগম। এ ঘটনায় থানায় চারজনের নামে সাধারণ ডায়েরি করেছেন।

গত সোমবার (২৭ ফেব্রুয়ারি) রাতে উপজেলার সদর ইউনিয়নের কান্দ্রা গ্রামে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী রেখা বেগম বলেন, পারিবারিক কলহে এক বছরের বেশি সময় থেকে বাবার বাড়িতে থাকেন। তার স্বামী নকির উদ্দীন তার কোনো যোগাযোগ ও খোজ খবর রাখেন না। এখানে পিতার জমিতে চাষাবাদ করে দিন পার করেন। সম্প্রতি স্বামী নকির উদ্দীন তাকে বিভিন্ন ভাবে হুমকি ও ক্ষয়ক্ষতি করার হুমকি দিয়ে আসছিলেন। সে সূত্রে গত সোমবার রাতের যেকোনো সময় তিনি ও আরো দুই তিনজন সহযোগী মিলে আমার বপনকৃত তিন বিঘা গম ক্ষেতে আগাছানাশক স্প্রে করেন। এর পর সকালে গিয়ে দেখি জমিতে থাকা সব গম গাছগুলো পুড়ে শুকিয়ে গেছে। এ ঘটনায় মঙ্গলবার সন্ধ্যায় আমার স্বামীসহ আরো তিন জনের নামে থানায় জিডি করেছি।

অভিযুক্ত স্বামী নকির উদ্দীন বলেন, স্ত্রীর সাথে বিবাদ থাকলেও ফসলের ক্ষতি আমি করিনি। কেবা কারা করেছেন তাও আমার জানা নেই।

এ ব্যাপারে থানার ওসি ফারুক হোসেন বলেন, ফসল পুড়িয়ে দেয়ায় অভিযোগে এক নারী তার স্বামীর বিরুদ্ধে থানায় ডায়েরিভুক্ত করেছেন। আমরা বিষয়টি তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //