লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ২

লালমনিরহাটে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরো তিনজন।

আজ বুধবার (১ মার্চ) বিকেল সাড়ে ৪টায় লালমনিরহাট-মহেন্দ্রনগরের আঞ্চলিক সড়কের বুড়ির বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রেজাউল ইসলাম উপজেলার বড়বাড়ি ইউনিয়নের সেলিমনগর খেতাবাগ এলাকার মুজিবর রহমানের ছেলে। অপর নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত হয়নি। 

পুলিশ ও স্থানীয়রা জানান, লালমনিরহাট শহর থেকে অটোরিকশায় করে কয়েকজন যাত্রী বড়বাড়ি বাজারে পৌঁছালে অপরদিক থেকে আসা ট্রাকের সাথে সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। এসময় অটোরিকশায় থাকা যাত্রীদের মধ্যে দুজন ঘটনা স্থলেই মারা যান। আহত ব্যক্তিদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা। এদের একজনের অবস্থা আশঙ্কাজনক হলে তাকে রংপুর মেডিকেলে পাঠানো হয়েছে হয়।

সদর থানার ওসি এরশাদুল আলম ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত দুই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। আহতদের সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। বর্তমানে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে বলেও তিনি জানান।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //