২৮ দিনের শিশুকে হাসপাতালে ফেলে গেল বাবা-মা

জামালপুর জেনারেল হাসপাতালে ২৮ দিন বয়সী এক শিশুকে ফেলে চলে গেছে পাষণ্ড দম্পতি। বর্তমানে শিশুটি হাসপাতালের চিকিৎসক ও নার্সদের তত্ত্বাবধানে আছেন। অন্য এক মায়ের দুধ পান করছেন।

২৫০ শয্যার জামালপুর জেনারেল হাসপাতাল সূত্র জানায়, গত ২৭ ফেব্রুয়ারি সকালে হাসপাতালে আসেন রাকিব-রোকসানা দম্পতি। স্ত্রী রোকসানা পেটব্যথা নিয়ে হাসপাতালে ভর্তির পর ওই দিনই দুপুর ১২.৫ টায় তিনি কন্যা সন্তানের জন্ম দেন। বাচ্চার নাম রাখা হয় নিশি। বাচ্চাটি নির্ধারিত সময়ের আগে হওয়ায় ওজন কম ও শ্বাসকষ্টে ভুগছিলেন।

এদিকে বুধবার (১ মার্চ) রাতে শিশুটিকে হাসপাতালে ফেলেই বাবা-মা উধাও হয়ে যায়। অন্য রোগীদের ধারনা, চিকিৎসার খরচ হাতে না থাকায় হয়তো ওই দম্পতি শিশুটিকে ফেলে পালিয়ে গেছে। বাবা-মার এ আচরণে হতবাক সবাই।

এদিকে শিশুটির বাবা-মার কোনো বক্তব্য পাওয়া যায়নি। এমনকি তারা বর্তমানে নিজেদের বাড়িতে নেই বলেও জানা গেছে।

হাসপাতালের শেখ রাসেল বিশেষায়িত নবজাতক সেবা কেন্দ্রের চিকিৎসক ডা. জান্নাত আরা মিলি বলেন, বাচ্চাটির শুরুতে শ্বাসকষ্টসহ কিছু সমস্যা ছিলো। বর্তমানে সুস্থ আছেন। হাসপাতালে চিকিৎসক ও নার্সরা শিশুটির সার্বক্ষণিক তত্ত্বাবধান করছেন বলেও তিনি জানান।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //