ক্যানোলা কাটতে গিয়ে কেটে ফেললেন শিশুর আঙ্গুল

পাবনায় এবার ঠান্ডাজনিত রোগের চিকিৎসা নিতে এসে হাতের আঙ্গুল হারাতে হলো ২৩ দিনের শিশুকে। হাসপাতালের কর্তৃপক্ষের অব্যবস্থাপনা ও দায়িত্ব অবহেলায় এমন দুঃখজনক ঘটনা ঘটেছে বলে অভিযোগ ভুক্তভোগী পরিবারসহ আশের রোগীদের।

পাবনা সুজানগর উপজেলার নাজিরগঞ্জ এলাকার চন্দন পাল ঠান্ডাজনিত সমস্যা নিয়ে গত ২৮ ফেব্রুয়ারি পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করান ২৩ দিন বয়সের শিশু মিষ্টিকে। ২ মার্চ সকাল ১০ টার দিকে  শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে সেদিন বিকেলেই হাসপাতাল থেকে তাকে ছাড়পত্র দেয়া হবে বলে জানান চিকিৎসকরা। পরবর্তীতে হাসপাতালে কর্মরত নার্সের বদলে শিশু মিষ্টির হাতের ক্যানোলা খুলে দিতে আসেন একজন আয়া। তখনি বাধে বিপত্তি। অসাবধানতা বসত সেই আয়া কেঁচি দিয়ে ক্যানোলা কাটতে গিয়ে কেটে ফেলেন শিশুটির হাতের একটি আঙ্গুল।

শিশুটির চিৎকারে ছুটে আসেন আশেপাশের রোগীরা। তৈরি হয় এক হৃদয় বিদারক পরিবেশ। নিজের ভুল বুঝতে পেরে ঘটনাস্থল থেকে পালিয়ে যান সেই আয়া। প্রথমে ঘটনা সত্যতা শিকার করলেও নিজেদের দায়িত্ব অবহেলার দায় না নিয়ে অভিযুক্ত আয়ার ওপর সকল দায় চাপালেন হাসপাতালে কর্তব্যরত নার্সরা। এ ঘটনা ধামাচাপা দিতে হাসপাতাল কর্তৃপক্ষ চাপ প্রয়োগ করার পাশাপাশি বিভিন্নভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ ভুক্তভোগী পরিবারের।

এমন ঘটনা এবারই প্রথম না। গত জুলাই মাসে হাসপাতালে ডায়রিয়ার চিকিৎসা নিতে এসে হাতের তিনটি আঙ্গুল হারায় ১৩ মাস বয়সী শিশু তাছিম। 

এ বিষয়ে পাবনা জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ওমর ফারুক মীর এমন ঘটনা জানানেই দাবি করে তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //