পঞ্চগড়ে সালানা জলসা বন্ধের সিদ্ধান্ত কাদিয়ানীদের

পঞ্চগড়ে কাদিয়ানিদের (আহমদিয়া সম্প্রদায়) সালানা জলসাকে কেন্দ্র করে দুইদিন ধরে মুসল্লিদের সড়ক অবরোধসহ আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সংঘর্ষের ঘটনার পর সালানা জলসা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আজ শুক্রবার (৩ মার্চ) রাত ৮টায় পরিস্থিতি বিবেচনায় কাদিয়ানি সম্প্রদায় থেকে সালানা জলসা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে জেলা প্রশাসক জহুরুল ইসলাম বলেন, আহমদিয়া সম্প্রদায় নিজেরা সালানা জলসা বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন।

এর আগে শুক্রবার (৩ মার্চ) সালানা জলসা বন্ধের দাবিতে জুমার পর মুসল্লিরা সড়ক অবরোধ করলে আইনশৃঙ্খলা বাহিনীর বাধার সম্মুখীন হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ, বিজিবি ও র‍্যাব মোতায়েন করা হয় এবং রবার বুলেট ও টিয়ার শেল নিক্ষেপ করা হয়। মুহূর্তেই শেরে বাংলা পার্ক এলাকা রণক্ষেত্রে পরিণত হয়ে যায়। এই সময় আইনশৃঙ্খলা বাহিনীকে লক্ষ্য করে মুসল্লিরা ইট পাটকেল নিক্ষেপ করেন। সহিংসতার কারণে জুমার পর থেকে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। এই ঘটনায় পুলিশ, পথচারী, মুসল্লিসহ অর্ধশতাধিক আহত হন। এইদিকে বিক্ষোভের সময় মো. আরিফুজ্জামান নামের এক যুবক নিহত হন বলে অভিযোগ উঠলেও পুলিশের পক্ষ থেকে তা এখনও নিশ্চিত করা হয়নি।

এইদিকে রাত ৮টার পর সালানা জলসা বন্ধের সিদ্ধান্তের পর পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে। তবে নিরাপত্তা জোরদার রাখতে আইনশৃঙ্খলা বাহিনী এখনও টহল অব্যাহত রেখেছেন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //