ব্যতিক্রমী বিয়ে, বর-কনের উচ্চতা মাত্র ৪২ ইঞ্চি

বিয়েটা আসলে ব্যতিক্রম নয়, যাদের বিয়ে সেই বর-কনে দুইজনই ব্যতিক্রম। গত শুক্রবার (৩ ফেব্রুয়ারি) মাত্র ৪২ ইঞ্চি উচ্চতার দুই জনের বিয়ে হয়ে গেলো ঝিনাইদহের শৈলকুপা উপজেলায়।

বিয়ের পরদিন শনিবার (৪ মার্চ) বর-করে আনা-নেয়াসহ অন্যান্য আনুষ্ঠানিকতা হয়েছে। নবদম্পতিকে দেখতে সকাল থেকেই বরের বাড়িতে ভিড় করছে মানুষ। অনেকে উপহার দিচ্ছেন তাদের।

পারিবারিক সূত্রে জানা যায়, বর আল আমিন ঝিনাইদহের শৈলকুপা উপজেলার চর-বাখরবা গ্রামের আব্দুল খালেকের ছেলে। আর কনে আসমা খাতুন কুষ্টিয়ার ইবি থানার করিমপুর গ্রামের আকমল জোয়াদ্দারের মেয়ে। বিয়ের পর নববধু আসমা এসেছেন বরের বাড়ি শৈলকুপার চর-বাখরবা গ্রামে।

বর আল আমিনের বাবা আব্দুল খালেক কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করেন। তার পাঁচ ছেলে ১ মেয়ের মধ্যে আল-আমিন সবার ছোট । তিনি জানান, ছোট ছেলেকে বিয়ের জন্য অনেক চেষ্টা করছি এতদিন মেলেনি, এখন মিলেছে আমি অনেক খুশি, বাজারের অনেক মানুষের দোয়া নিয়েছি।

নববধূ আসমা খাতুনের বড় বোন শিউলী খাতুন জানান, তাদের বাড়ি কুষ্টিয়ার ইবি থানার করিমপুর গ্রামে, তার বাবা একজন কৃষক, তারা  ৪ বোন এক ভাই।

শিউলী জানান, এই বোনকে বিয়ে দেয়া জন্য পরিবারে একটা টেনশন ছিল, শেষ পর্যন্ত বোনকে বিয়ে দিতে পেরে পরিবারের সবাই খুশি।

তিনি বলেন, বোনকে তার স্বামীর পরিবারের সবাই হাসিমুখে মেনে নিয়েছে, আনন্দ উৎসব করেই ওদের বিয়ে সম্পন্ন হয়েছে। ওদের জন্য সবাই দোয়া করবেন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //