শিক্ষক সমিতি বরিশাল আঞ্চলিক শাখার নতুন কমিটি ঘোষণা

বাংলাদেশ শিক্ষক সমিতি বরিশাল আঞ্চলিক শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (৪ মার্চ) দুপুরে বরিশাল নগরীর কালিবাড়ি রোডে জগদীশ সারস্বত গালস স্কুল এন্ড কলেজ মাঠে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে শিক্ষক সমিতি বরিশাল আঞ্চলিক শাখার পূর্বের কমিটি বিলুপ্ত করে নতুন আংশিক কমিটি ঘোষণা করা হয়।

কমিটিতে বরিশাল নগরীর চৈতান্য স্কুলের প্রধান শিক্ষক সুনিল বরন হালদারকে সভাপতি এবং কলেজ রোডের কলেজিয়েট মাধ্যমিক বিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক আবুল কালামকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

এছাড়াও আলেকান্দা গালস স্কুলের প্রধান শিক্ষক রফিকুল ইসলামকে সহ-সভাপতি, জগদীশ সারস্বত গালস স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আসাদুল আলম আসাদকে যুগ্ম সাধারণ সম্পাদক এবং আলেকান্দা হাই স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক মো. আব্দুর রশিদকে অর্থ সম্পাদক করা হয়েছে।

কমিটির বাকি পদগুলোতে নেতৃত্বে আসা শিক্ষক নেতাদের নাম আজ রবিবার (৫ মার্চ) সন্ধ্যার পরে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নতুন কমিটির যুগ্ম সম্পাদক ও জেলার সাধারণ সম্পাদক আসাদুল আলম আসাদ।

এর আগে শিক্ষক সমিতি বরিশাল আঞ্চলিক কমিটির ত্রি-বার্ষিক সম্মেলনের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। প্রধান বক্তা ছিলেন শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যক্ষ মো. বজলুর রহমান মিয়া।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বরিশাল জেলা পরিষদের চেয়ারম্যান তালুকদার মো. ইউনুস, সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস, শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শেখ কাওসার আহমদ, সংগঠনের বরিশাল আঞ্চলিক কমিটির প্রধান উপদেষ্টা দাশগুপ্ত আষীষ কুমার।

এছাড়া বিশেষ বক্তা ছিলেন- শিক্ষক সমিতি বরিশাল আঞ্চলিক কমিটির বিদায়ী সাধারণ সম্পাদক তোফায়েল আহম্মেদ এবং সভাপতিত্ব করেন বিদায়ী কমিটির সভাপতি অধ্যক্ষ ফরিদুল আলম জাহাঙ্গীর। সঞ্চালনা করেন শিক্ষক সমিতি আঞ্চলিক কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুল আলম আসাদ।

এসময় শিক্ষক নেতৃবৃন্দ তাদের বক্তৃতার মাধ্যমে শিক্ষা জাতীয়করণ, উৎসব ভাতা, শিক্ষাঙ্গণে নিরাপত্তা, শিক্ষা বোর্ডের বিভিন্ন ধরনের ফি কমানোসহ বিভিন্ন দাবি তুলে ধরেন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //