বিদেশি কোম্পানির জিম্মিদশা থেকে বাঁচতে তামাক চাষিদের মানববন্ধন

লালমনিরহাটে বিদেশি কোম্পানির হাতে জিম্মি হয়ে পড়েছেন তামাক চাষিরা। তাদের সিন্ডিকেটের মাধ্যমে বেধে দেওয়া দামে তামাক বিক্রি করতে বাধ্য করার প্রতিবাদে মানববন্ধন করেছেন তামাক চাষি ও ব্যবসায়ীরা। 

আজ বৃহস্পতিবার (৯ মার্চ) দুপুরে দেশীয় তামাক চাষি কল্যান সমিতির আয়োজনে জেলার প্রাণকেন্দ্র মিশন মোড় গোল চত্তরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে কৃষক ও ব্যবসায়ীরা বলেন, দশ বছর আগে বাজারে ২০/২৫টি তামাক কোম্পানি তামাক ক্রয় করতো। তখন আমরা দাম দর করে বেশি দামে তামাক বিক্রি করতে পারতাম। কিন্তু এখন দুই তিনটি বিদেশি কোম্পানির হাতে জিম্মি হয়ে পড়েছি। তাদের সিন্ডিকেট করে বেধে দেওয়া দামে তামাক বিক্রি করতে বাধ্য করা হচ্ছে। কোন প্রতিযোগিতা নেই।

২০১৮-১৯ অর্থবছরে সংসদে পাশকৃত বিলে আলাদা নীতিমালা করে দেশীয় দেউলিয়া কোম্পানিগুলোকে পুনরায় উৎপাদনে ও ব্যবসায় ফিরে আসার বিষয়ে সিদ্ধান্তের কথা জানানো হলেও তা বাস্তবায়িত হচ্ছে না। ফলে প্রতিবছর ৪০-৫০ হাজার কোটি টাকার রাজস্ব আদায়কৃত খাতটি নির্দিষ্ট ২/৩টি কোম্পানির কাছে ছেড়ে না দেওয়ার দাবি জানানো হয়।

দেশীয় তামাক চাষি কল্যান সমিতির আহবায়ক মো. অহদ আলীর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন- সমিতির যুগ্ন আহবায়ক মো. তহিদুল ইসলাম, মো. বেলাল হোসেন, সদস্য আব্দুল খালেক মিয়া, সদস্য রতন কুমার রায়, সদস্য অর্জুন চন্দ্র, কৃষক শাহআলম, কৃষক জাহাঙ্গীর আলম প্রমুখ।

জেলার পাঁচ উপজেলার তামাক চাষি ও খুচরা তামাক ব্যবসায়ীরা মানববন্ধনে অংশ নেয়।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //