লক্ষ্মীপুরে পুলিশের ওপর হামলার ঘটনায় ২১৫ জনের বিরুদ্ধে মামলা

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ইউনিয়ন আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষের সময় পুলিশের ওপর হামলার ঘটনায় ১৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ২০০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার (৯ মার্চ) সকালে চন্দ্রগঞ্জ থানার এসআই মো. মহসীন বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

এ ঘটনায় গ্রেপ্তার আসামি আওয়ামী লীগ নেতা সফিকুল ইসলাম শিফন খলিফা, ছাত্রলীগ নেতা রিয়াজ হোসেন জয় ও এম সজীবসহ চারজনকে দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

জানা যায়, বুধবার সন্ধ্যায় চন্দ্রগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক কমিটি গঠনকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামী লীগের কাজী সোলাইমান গ্রুপ ও চেয়ারম্যান নুরুল আমিন গ্রুপ মিছিল বের করে। এসময় চন্দ্রগঞ্জ পশ্চিম বাজারের আফজাল রোডের মোড়ে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে গেলে উভয়পক্ষের ইটপাটকেল নিক্ষেপে পাঁচ পুলিশ সদস্যসহ উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হয়।

আহতরা হলেন- ডিবি পুলিশের এসআই জাকির হোসেন, চন্দ্রগঞ্জ থানার এসআই আব্দুর রহিম, কনস্টেবল মোজাম্মেল হোসেনসহ ১৫ জন। পরে গুরুতর আহতদেরকে সদর হাসপাতালে ভর্তি করা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা (এসআই) আব্দুর রহিম জানিয়েছেন, বুধবার রাতে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষের সময় পুলিশের পাঁচজন সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় চারজনকে ঘটনাস্থল থেকে আটকের পর দায়েরকৃত মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়। বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে।

চন্দ্রগঞ্জ থানার (ওসি) মো. তহিদুল ইসলাম বলেন, আওয়ামী লীগের দলীয় সংঘর্ষের সময় পুলিশের দুইজন এসআইসহ পাঁচজন আহত হয়েছেন। এ ঘটনায় আসামিদের গ্রেপ্তার পুলিশ অভিযান অব্যাহত রয়েছে বলে জানান ওসি।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //