স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

স্ত্রীকে নির্যাতন করে হত্যার দায়ে স্বামী জালাল উদ্দীনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন সুনামগঞ্জে জেলা ও দায়রা জজ আদালত। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি সুনামগঞ্জ সদর উপজেলার ইচ্ছারচন গ্রামের মো. ছুবান মিয়ার ছেলে।

আজ বৃহস্পতিবার (৯ মার্চ) সকালে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোসাম্মৎ জাকিয়া পারভিন এই রায় ঘোষণা করেন।

পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট খায়রুল কবির রুমেন এই রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সামিয়া বেগমকে হত্যার অভিযোগে আদালত তার স্বামী জালাল উদ্দিনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। আমরা বিজ্ঞ আদালতের রায়ে সন্তুষ্ট। তিনি আরো জানান, এছাড়াও ২০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো তিন মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন।

আদালত সূত্রে জানা যায়, আসামি জালাল উদ্দিনের সঙ্গে সামিয়া বেগমের বিয়ে হয়। বিয়ের পর থেকেই বাড়িতে সামিয়া বেগমকে বিভিন্ন বিষয় নিয়ে মারপিট করত। এছাড়াও জালাল উদ্দিন তার নাতিনের বিয়ের স্বর্ণালংকার দুই -তিন মাস পূর্বে জোরপূর্বক বিক্রি করে দেয়। এসব ঘটনার জেরে গত ২০২০ সালের ৩০ অক্টোবর রাতের খাবার শেষে সবাই ঘুমিয়ে পড়লে স্ত্রী সামিয়া বেগমকে ধারালো দা দিয়ে কুপিয়ে ৬টি গুরুতর আঘাত করে রক্তাক্ত জখম করে। পরে হাসপাতালে নিয়ে গেলে সামিয়ার মৃত্যু হয়।

এ ঘটনায় সামিয়া বেগমের নানা মোহাম্মদ আব্দুল গফুর বাদী হয়ে জামালগঞ্জ থানায় মামলা দায়ের করেন। মামলার দীর্ঘ বিচারকার্য শেষে আদালত আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //