পর্যটকদের সুবিধা দিতে নতুন লক্ষ্যে কাজ করছে কক্সবাজার প্রশাসন

‘নিরাপদ ড্রাইভ করুন, জরিমানা এড়িয়ে চলুন’ এ স্লোগানকে সামনে রেখে কক্সবাজার শহরের কলাতলী ডলফিন মোড়ে ট্রাফিক বিভাগ ও জেলা পুলিশের উদ্যোগে নিরাপদ ড্রাইভ নিশ্চিত করার লক্ষ্যে নিরাপদ সড়ক কর্মসূচি উদ্বোধন করেছেন পুলিশ সুপার মো. মাহফুজুল ইসলাম। এছাড়া কক্সবাজারে আগত পর্যটকরা যেন গাড়ি ভাড়া নিয়ে বিড়ম্বনার শিকার না হোন সে বিষয়টি নিয়েও কাজ করছে প্রশাসন।

আজ বৃহস্পতিবার (৯ মার্চ) সকাল সাড়ে ১০ টায় কক্সবাজারের কলাতলী ডলফিন মোড়ে মোটরসাইকেলসহ অন্যান্য যানবাহন আরোহীদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ কর্মসূচির সূচনা করেন পুলিশ সুপার।

পুলিশ সুপার মাহফুজুল ইসলাম বলেন, আমরা পরিবেশ বান্ধব সড়ক ব্যবস্থা নিশ্চিত করতে চাই, যাতে করে ট্যুরিস্ট ও স্থানীয় জনগণ এর সুফল ভোগ করতে পারেন। আমাদের লক্ষ্য হলো, মোটরসাইকেল আরোহীদের হেলমেট পরা বাধ্যতামূলক এবং ট্রাফিক আইন সম্পর্কে সবার মাঝে সচেতনতা সৃষ্টি করা। কক্সবাজারে আগত ট্যুরিস্টরা যেন গাড়ি ভাড়া নিয়ে বিড়ম্বনার শিকার না হোন সে বিষয়টি নিয়েও আমরা কাজ করবো। ট্যুরিস্টরা গন্তব্যে পৌঁছে ন্যায্য ভাড়া দিবেন, টমটম বা সিএনজি চালক বেশি পরিমাণ ভাড়া দাবি করতে পারবেন না। তার জন্যে আমাদের সবকিছু একটি শৃঙ্খলায় নিয়ে আসতে হবে। সেই লক্ষ্যে নিরাপদ সড়ক কর্মসূচির কার্যক্রম অব্যাহত থাকবে। ট্রাফিক সচেতনতা বৃদ্ধি পেলে দুর্ঘটনা হ্রাস পাওয়ার পাশাপাশি মানুষের জানমালসহ সবকিছুর নিরাপত্তা নিশ্চিত হবে।

এসময় উপস্থিত ছিলেন- কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) রফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন) শাকিল আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. জসিম উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) অলক কুমার বিশ্বাস, কক্সবাজার সদর মডেল থানার ওসি রফিকুল ইসলাম, টিআই (প্রশাসন) মো. আমজদ হোসাইন, ট্রাফিক পুলিশের টিআই তুহিন আহমেদসহ কক্সবাজারে কর্মরত সকল পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //