পরমাণু গবেষণা কেন্দ্রের ছাদ ধস: তদন্ত করবে র‍্যাব

সাভারে বাংলাদেশ পরমাণু শক্তি গবেষণা কেন্দ্রের নির্মাণাধীন ১২ তলা ভবনের ছাদ ধসে পড়ায় ঘটনাস্থল পরিদর্শন করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-৪)‌ একটি দল।

ভবনটি ধসে পড়ার বিষয়টি তদন্ত করা হবে বলে তাদের পক্ষ থেকে জানানো হয়েছে।

শুক্রবার (১০ মার্চ) রাত ৮টার দিকে পরিদর্শনে আসেন র‌্যাব-৪ সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার লে. কমান্ডার রাকিব মাহমুদ খান।

তিনি গণমাধ্যমকে বলেন, আমরা বিষয়টি জানার পর ঘটনাস্থল পরিদর্শন করেছি। এছাড়া আমাদের পক্ষ থেকে প্রাথমিক তদন্ত শুরু করেছি। প্রাথমিকভাবে আমরা জেনেছি, এ ঘটনায় চারজন আহত হয়েছেন। তবে তাদের আঘাত গুরুতর নয়।

এরআগে, বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে সাভারের আশুলিয়ার গনকবাড়িতে অবস্থিত গবেষণা কেন্দ্রের ইন্সটিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন অ্যান্ড অ্যালায়েড সায়েন্সেস (ইনমাস) জন্য বরাদ্দকৃত নির্মাণাধীন ১২ তলা ভবনটির ছাদ ধসে পড়ে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //