নীলফামারী প্রতিনিধি
প্রকাশ: ১২ মার্চ ২০২৩, ০৮:২৬ এএম
আপডেট: ১২ মার্চ ২০২৩, ০৮:৪৫ এএম
আনন্দের সৃতি বিষাদে রুপ নিয়েছে, নীলফামারীর ডিমলার তিস্তায় সাগর চন্দ্র (১৫) নামে এক কিশোরের পানিতে ডুবে মৃত্যু হয়েছে। গতকাল শনিবার (১১ মার্চ) দুপুড়ে নীলফামারীর ডিমলার তিস্তা ব্যারাজের ক্যানেলে কয়েক বন্ধু মিলে গোসল করতে গেলে এ ঘটনা ঘটে।
সাগর ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলার গ্রয়োগপুর গ্রামের সত্যজিৎ রায়ের ছেলে। তিনি রাণীসংকৈল নেক মোরদ আইডিয়াল স্কুল এন্ড কলেজের দশম শ্রেণির ছাত্র।
স্থানীয় সূত্রে ও তিস্তা ব্যারেজে টহলরত আনসার শফিকুল ইসলাম মারফত জানান, কয়েক বন্ধু মিলে গোসল করতে যান, কিন্তু সাগর সাতার না জানায় এমন দুর্ঘটনার শিকার হয়। সে রাণীসংকৈল থেকে পিকনিকে এসে ছিলেন।
হাতিবান্ধা উপজেলার দোয়ানি ফারির উপ পরিদর্শক (এসআই) দ্বীপ্ত কুমার সিংহ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : নীলফামারী পানিতে ডুবে মৃত্যু ডিমলা তিস্তা ব্যারাজ
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh