দোকান মালিককে পেটালেন ছাত্রলীগ কর্মীরা

দোকানের সিসিটিভি ফুটেজ না দেওয়ায় দোকান মালিককে মারধরের অভিযোগ উঠেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ছাত্রলীগের দুই কর্মীর বিরুদ্ধে। আজ শনিবার (১১মার্চ) বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে জিনিয়াস বিজনেস সেন্টারের মালিক শাহ আলম মারধরের শিকার হন৷ 

সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখা যায়, শনিবার বিকেল ৪টা ৩৫ মিনিটে বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের দুই কর্মী ইংরেজি বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের তানজীদ মঞ্জু এবং শিহাব উদ্দিন রিফাত ওই দোকানের মালিকে মারধর করেন।

মারধর ও লাঞ্ছনর শিকার শাহ আলম জানান, দুই ছাত্রলীগ কর্মী সন্ধায় আমার দোকানে গিয়ে বাহিরের সিসি টিভি ফুটেজ চান৷ আমি বলেছি আমার দোকানের কোন বিষয় হলে সিসি টিভি ফুটেজ আপনাকে দেখাবো৷ কিন্তু বাহিরের সিসি টিভি ফুটেজ দেয়া দণ্ডনীয় অপরাধ ৷ সেজন্য আমি দিতে অপরাগতা প্রকাশ করি৷ এসময় তারা আমার ওপরে ফ্রেমের অ্যালুমিনিয়াম ও স্টাপলার মেশিনের স্টিলের হাতল দ্বারা এলোপাতাড়িভাবে আঘাত করে৷ আমি এর বিচার চাই। 

অভিযুক্ত শিহাব উদ্দিন রিফাত বলেন, এ বিষয়ে কোনো কথা বলতে চাই না। আমার কাল পরীক্ষা, আর আমি এ বিষয়ে কিছু জানি না।

অভিযুক্ত তানজীদ মঞ্জু বলেন, মারামারির তেমন কোন ঘটনা ঘটেনি। আমাদের মাঝে কথা কাটাকাটি হয়েছে। পরে আমি দোকানদারের কাছে মাফও চেয়েছি। কেন এমন করে সবাই আমার বিরুদ্ধে লেগেছে বুঝতে পারছি না।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. খোরশেদ আলম জানান, ঘটনা সম্পর্কে আমি কিছু জানি না ৷ বাজারে মারামারি করলে সে দ্বায়-দায়িত্ব আমার না৷ এটা ক্যাম্পাসের বাহিরের ঘটনা, সব থেকে ভালো ভুক্তভোগীর আইনি ব্যবস্থা নেওয়া ৷

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মশিউর রহমান বলেন, ঘটনা শোনার পর আমরা ঘটনাস্থলে গেয়েছিলাম ৷ ভিডিও ফুটেজ সংগ্রহের চেষ্টা চলছে৷ ভুক্তভোগী এখন পর্যন্ত লিখিত অভিযোগ দায়ের করেনি ৷ অভিযোগ পেলে আমরা আইনি ব্যবস্থা গ্রহণ করবো।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //