বিদ্যুতের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি, চাল-ডাল-তেলসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে এবং বর্তমান সংসদ বিলুপ্ত করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ও বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তিসহ ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে মানববন্ধন করেছে লক্ষ্মীপুর জেলা বিএনপি ও এর অঙ্গসংগঠন।
গতকাল শনিবার (১১ মার্চ) সকালে শহরের গোডাউন রোডে এ মানবন্ধন কর্মসূচি পালন করেন সংগঠনটির নেতাকর্মীরা।
জেলা বিএনপির যুগ্ন আহবায়ক ও লক্ষ্মীপুর জেলা জজ আদালতে সিনিয়র আইনজীবি হাসিবুর রহমানের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহবায়ক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু ও বিএনপি নেতা ভিপি হারুনসহ জেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতারা।
মানববন্ধনে জেলার বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : লক্ষ্মীপুর বিএনপি মানববন্ধন
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh