ময়মনসিংহে ট্রাকের চাকায় পিষ্ঠ হয়ে বাইক আরোহী শ্যামগঞ্জ কলেজের প্রভাষক নাজমুল হাসান সরকার (৩২) নিহত হয়েছেন। আজ রবিবার (১২ মার্চ) সকাল ১০টার দিকে নগরীর কালিবাড়ী পুরাতন খেয়াঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নাজমুল ময়মনসিংহ সদর উপজেলার নামা কাতলাসেন এলাকার মো. আব্দুল হাইয়ের ছেলে।
কোতয়ালি মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ফারুক হোসেন জানান, নগরীর থানার ঘাট হয়ে নদীর পাড় দিয়ে বাইকযোগে পাটগুদাম ব্রীজের দিকে যাচ্ছিলেন নাজমুল। পথে কালিবাড়ী পুরাতন খেয়াঘাট এলাকায় তার বাইকটি একটি খালি ট্রাকের পেছনের চাকায় পিষ্ট হলে ঘটনাস্থলেই সে মৃত্যুবরণ করেন।
তিনি আরও জানান, এ ঘটনায় নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh