শেরপুরের ঝিনাইগাতী সীমান্ত দিয়ে পাচার হয়ে আসা ভারতীয় ২৯৮ বোতল ফেন্সিডিলসহ প্রাইভেটকার জব্দ করেছে পুলিশ। আজ রবিবার (১২ মার্চ) ভোরে জেলার নালিতাবাড়ি উপজেলার নন্নী ইউনিয়নের কদমতলী বাজার থেকে নীল রঙের একটি পরিত্যাক্ত প্রাইভেট কার থেকে ২৯৮ বোতল ভারতীয় ফেন্সিডিল জব্দ করে। পরে ওই ফেন্সিডিলসহ প্রাইভেট কারটি জব্দ করে থানায় নিয়ে আসে পুলিশ।
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম ভূইয়া জানান, রবিবার ভোর সাড়ে ৩টার দিকে ঝিনাইগাতি উপজেলার সীমান্ত সড়কের রাংটিয়া মোড়ে টহলরত এসআই মাসুদ রানা ও এএসআই আতিকসহ সঙ্গীয় ফোর্স ডিউটি করছিলেন। এসময় গজনি সীমান্ত থেকে নীল রঙের একটি প্রাইভেট কার দ্রুতগতিতে ঝিনাইগাতী-শেরপুরের দিকে ছুটে যায়। এসময় কর্তব্যরত টহল পুলিশ গাড়িটির চালককে থামানোর সংকেত দিলেও গাড়িটি না থেমে আরো দ্রুতগতিতে পালিয়ে যায়।
পরে পুলিশ তাদের ধাওয়া করলে প্রায় ১৩ কিলোমিটার দূরে কদমতলী বাজার থেকে গাড়িটি জব্দ করা হয়। এসময় ফেন্সিডিল রেখে গাড়ি চালক ও সাথে থাকা লোকজন পালিয়ে যান।
এ বিষয়ে থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানায় ঝিনাইগাতী থানার ওসি মনিরুল ইসলাম ভূইয়া।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : শেরপুর ঝিনাইগাতী কদমতলী বাজার
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh