কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ: ১২ মার্চ ২০২৩, ০৯:৩৪ পিএম
আপডেট: ১২ মার্চ ২০২৩, ০৯:৩৭ পিএম
কুষ্টিয়ার দৌলতপুরে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ করায় সেলিম মন্ডল (৩২), নকুল মন্ডল (৩৫) ও আহসান মন্ডল (২৭) নামে তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং প্রত্যেকে ১ লাখ টাকা অর্থদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
আজ রবিবার (১২ মার্চ) দুপুরের দিকে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক সৈয়দ হাবিবুল ইসলাম আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। এসময় প্রমাণ না পাওয়ায় তিনজনকে খালাস প্রদান করেন আদালত।
সাজাপ্রাপ্ত আসামিরা হলেন- দৌলতপুর উপজেলার দাড়ের পাড়া এলাকার মৃত আবু তালেব মন্ডলের ছেলে সেলিম মন্ডল, জামান মন্ডলের ছেলে নকুল মন্ডল এবং আফসার মন্ডলের ছেলে আহসান মন্ডল।
মামলা সূত্রে জানা যায় ২০১৮ সালের ০৯ সেপ্টেম্বরে দৌলতপুর উপজেলা দৌলতখালী এলাকায় গৃহবূধ তার স্বামীকে নিয়ে বন্ধুর বাড়ি থেকে মোটরসাইকেল যোগে হোসেনাবাদ নিজের বাড়ি যাওয়ার পথে হোসেনাবাদগামীরাস্তার মাঝামাঝি ফাঁকা মাঠের ভিতর পাকা রাস্তায় উঠলে সাজাপ্রাপ্ত অভিযুক্তরা মোটরসাইকেলটি থামায়। এরপর তাদেরকে হত্যার হুমকি দিয়ে গৃহবধূর স্বামীকে রাস্তার পশ্চিম পাশে নিয়ে গাছের সাথে বেঁধে রাখে। গৃহবধূকে পূর্ব দিকে একটি ক্ষেতে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করেন। এ বিষয়ে ঘটনার ২২ দিনপর ওই গৃহবধূ বাদী হয়ে দৌলতপুর থানায় ছয়জন অজ্ঞাত ব্যক্তিদের নামে ধর্ষণ মামলা দায়ের করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোহা. শাহ দারা খান মামলার তদন্ত শেষ করে অভিযুক্তদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। সাক্ষ্য প্রমাণ শেষে আদালত আজ তিনজনকে যাবজ্জীবন এবং অভিযোগের সাথে প্রমাণ না হওয়ায় তিনজনকে বেকুসুর খালাস প্রদান করেন।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : কুষ্টিয়া সংঘবদ্ধ ধর্ষণ কারাদণ্ড
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh