লালমনিরহাটে চা চাষে উৎসাহ প্রদানে প্রণোদনা বিতরণ

‘তামাককে না বলুন, চা কে হ্যাঁ বলুন - উন্নত জ্ঞান, উন্নত চা’- এই প্রতিপাদ্যে লালমনিরহাটে কৃষকদের চা চাষে উৎসাহ প্রদানের লক্ষে চা চাষিদের মাঝে প্রণোদনা বিতরণ ও বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। 

গতকাল রবিবার (১২ মার্চ) বিকেলে জেলা সদরের চিনিপাড়া মহেন্দ্রনগর এলাকায় লালমনিরহাট জেলায় বাস্তবায়নকারী ইরাডিকেশন অব রুরাল পভার্টি বাই এক্সটেনশন অব স্মল হোল্ডিং টি কালটিভেশন ইন লালমনিরহাট শীর্ষক প্রকল্পের আওতায় চা চাষে উৎসাহ প্রদান ও প্রণোদনা বিতরণ অনুষ্ঠিত হয়। এসময় দুইজন নির্বাচিত চা চাষি সামসুল ইসলামকে চারটি স্প্রে মেশিন ও একটি মাকড় নাশক ও ময়জুল ইসলাম ময়েজকে একটি প্লাটিন মেশিন প্রদান করা হয়। এরপর লালমনিরহাট জেলায় চা চাষ সম্প্রসারণের লক্ষ্যে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

পরে ওই এলাকায় বাংলাদেশ চা বোর্ড অফিসের জন্য অধিগ্রহণকৃত এক একর জমিতে চা বোর্ডের সাইনবোর্ড টাঙানো হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো. আশরাফুল ইসলাম, এনডিসি পিএসসি।

লালমনিরহাট চা প্রকল্পের প্রকল্প পরিচালক মো। আরিফ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বাংলাদেশ চা বোর্ড শ্রীমঙ্গল প্রকল্প উন্নয়ন ইউনিটের পরিচালক ড. এ কে এম রফিকুল হক, সদর থানার অফিসার ইনচার্জ এরশাদুল আলম, মহেন্দ্রনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মজিদ মন্ডলসহ স্থানীয় কৃষকরা। 

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //