নরসিংদী প্রতিনিধি
প্রকাশ: ১৩ মার্চ ২০২৩, ০৫:১৩ পিএম
আপডেট: ১৩ মার্চ ২০২৩, ০৫:২৬ পিএম
নরসিংদীর পলাশে ফারদিন হাসান দিপ্ত (২০) নামে এক সাংবাদিককে রাস্তা থেকে ডেকে এনে বেধড়ক মারধর করার অভিযোগ উঠেছে জাহিদ হাসান নামে এক কাউন্সিলরের বিরুদ্ধে।
আজ সোমবার (১৩ মার্চ) দুপুরে পলাশ উপজেলা পরিষদের নির্মাণাধীন একটি ভবনের ভিতর এই মারধরের ঘটনা ঘটে। এ ঘটনায় ফারদিন হাসান দিপ্তর মা আফিয়া বেগম বাদী হয়ে পলাশ থানায় অভিযুক্ত কাউন্সিলর জাহিদ হাসান ও অজ্ঞাত আরো তিন থেকে চারজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। অভিযুক্ত জাহিদ হাসান উপজেলার দড়িহাওলা পাড়া গ্রামের মৃত শামছুল হকের ছেলে ও ঘোড়াশাল পৌরসভার ২নং ওয়ার্ড কাউন্সিলর। অন্যদিকে ফারদিন হাসান দিপ্ত একই গ্রামের প্রবাসী নূর মোহাম্মদের ছেলে। তিনি পলাশ উপজেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য।
ফারদির হাসান দিপ্ত জানান, দুপুর ১টার দিকে উপজেলার পরিষদের পুকুর পাড়ে সামনে রাস্তায় তার এক পরিচিত ব্যক্তির সাথে দাঁড়িয়ে কথা বলছিলেন। এসময় পাশের একটি নির্মাণাধীন ভবন থেকে জাহিদ কমিশনার দুইজন লোক পাঠিয়ে তাকে ডেকে আনতে বলে। এসময় দিপ্ত তাদের একটু পরে দেখা করছে বললে কমিশনার ক্ষিপ্ত হয়ে তাকে জোরপূর্বক নির্মাণাধীন ভবনে ভিতর তুলে আনে। পরে সেখানে কোন কথা বুঝে উঠার আগেই কমিশনার তাকে চড়-থাপ্পড় মারতে থাকেন। একপর্যায়ে ভবনের ভিতর নির্মাণ কাজে ব্যাহত বেলচা দিয়ে পিটিয়ে আহত করে। এসময় আহত ফারদিন হাসন দিপ্ত অচেতন হয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এ বিষয়ে অভিযুক্ত জাহিদ হাসান বলেন, ডেকে আনার পর তিনি আমার সাথে বেয়াদবি করায় তাকে শাসন করা হয়।
এদিকে এ ঘটনায় নিন্দা জানিয়েছেন পলাশ উপজেলা প্রেসক্লাব, উপজেলা রিপোর্টার্স ক্লাবের সাংবাদিকরা। অবিলম্বে অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিও জানান তারা।
পলাশ থানার ওসি মোহাম্মদ ইলিয়াছ বলেন, এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে কাউন্সিলর জাহিদ হাসান ও অজ্ঞাত আরো তিন থেকে চারজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। বিষয়টি নিয়ে তদন্ত করা হচ্ছে, পরে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh