খাগড়াছড়িতে পাসপোর্ট করতে এসে আটক এক রোহিঙ্গা যুবককে তিনদিনের রিমান্ড দিয়েছেন আদালত। একইসাথে আটক রোহিঙ্গার ভোটার আইডি কার্ড, জন্মনিবন্ধন করার সাথে সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা-কর্মচারী ও জনপ্রতিনিধিকে মামলায় সম্পৃক্ত করতে নির্দেশ দিয়েছেন আদালত।
আজ সোমবার (১৩ মার্চ) দুপুর ২টার দিকে এ আদেশ দেন আদালতের বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফরিদ আলম।
এছাড়াও বিষয়টি তদন্তে দুদককে অনুসন্ধানের নির্দেশ দিয়েছেন বিচারক ফরিদ আলম।
আটককৃত রোহিঙ্গার নাম মো. মাতালম। পিতা আবু সৈয়দ। মাতা মৃত রহিমা খাতুন।
এজাহার সূত্রে জানা যায়, গত ৯ মার্চ বৃহস্পতিবার বেলা ১১ টায় খাগড়াছড়িতে পাসপোর্ট করতে এসে পুলিশের হাতে আটক হন রোহিঙ্গা যুবক মাতালম। ১০ তারিখে এ সংক্রান্ত সদর থানায় মামলা দায়ের করে পুলিশ।
১৯৮৬ সালে খাগড়াছড়ির গুইমারা উপজেলার বড় পিলাকে আসেন মাতালম। তখন তার বয়স ছিল ৪-৫ বছর। এরপর থেকে মাতালম বড়পিলাকে থাকতেন। বিয়ে করেন ৮-৯ বছর আগে। শ্বশুরবাড়ির বদৌলতে বড়পিলাক থেকেই ভোটার ও জন্মনিবন্ধন করেছেন। মাতালম প্রাথমিকভাবে এ তথ্য জানিয়েছেন।
রোহিঙ্গা যুবক মাতালমের বাবা কুতুপালং ক্যাম্পে থাকেন বলে জানিয়েছেন রোহিঙ্গা যুবক।
এদিকে আটক রোহিঙ্গাকে ৫ দিনের রিমান্ড চেয়ে আবেদন করে পুলিশ। আবেদনের প্রেক্ষিতে তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : খাগড়াছড়ি রোহিঙ্গা যুবক রিমান্ডে আটক রোহিঙ্গা
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh