চাঁপাইনবাবগঞ্জে হেরোইন পাচার মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এ মামলায় আসামিকে দশ হাজার টাকা জরিমানাও করা হয়।
আজ সোমবার (১৩ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক রবিউল ইসলাম আসামির উপস্থিতিতে এ রায় প্রদান করেন।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মালবাগডাঙ্গার সাজ্জাদ আলীর ছেলে মো. বাদশা (৪০)।
অতিরিক্ত পিপি রবিউল ইসলাম জানান, ২০১৯ সালের ১৮ সেপ্টেম্বর এক কেজি ৫০ গ্রাম হেরোইনসহ বাদশাকে আটক করে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা। এসময় বাদশার মা সাগরি বেগম ও স্ত্রী রোজিনা বেগমকেও আটক করা হয়। ওইদিনই রাতে মাদক নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক রায়হান আহমেদ খান বাদী হয়ে সদর থানায় মামলা দায়ের করেন। পুলিশের উপ-পরিদর্শক আনিসুর রহমান ২০১৯ সালের ১৮ নভেম্বর সাগরী বেগমকে অব্যাহতি দিয়ে বাদশা ও তার স্ত্রী রোজিনার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে।
মামলায় ৯ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আদালত আজ বাদশাকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন। তবে এ মামলার সাথে বাদশার স্ত্রী রোজিনার কোন প্রমাণিত না হওয়ায় তাকে বেকসুর খালাস প্রদান করেন আদালত।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh