“মানসম্মত প্রাথমিক শিক্ষা, স্মার্ট বাংলাদেশ গড়ার দীক্ষা” শ্লোগান নিয়ে নেত্রকোণা জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে আলোচনা সভা, শিক্ষা মেলা, উপকরণ প্রদর্শনী ও শিক্ষামূলক সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে।
আজ সোমবার (১৩ মার্চ) দুপুরে নেত্রকোণা পি.টি.আই প্রাঙ্গণে শিক্ষা মেলা অনুষ্ঠিত হয়।
মেলায় জেলার ১০টি উপজেলার শিক্ষা অফিসের উদ্যোগে অস্থায়ী স্টলে বিভিন্ন শিক্ষা উপকরণ প্রদর্শনী করা হয়।
আলোচনা সভায় শিক্ষক চিন্ময় তালুকদারের সঞ্চালনায় নেত্রকোণা জেলা শিক্ষা অফিসার তাহমিনা খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ, পৌরসভার মেয়র মো. নজরুল ইসলাম খান প্রমুখ।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : নেত্রকোণা শিক্ষা মেলা আলোচনা সভা
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh