ইটভাটা মালিককে লাখ টাকা জরিমানা

নোয়াখালীর সেনবাগে লাইসেন্সবিহীন ইটভাটা পরিচালনা করায় ভাই ভাই ব্রিকসের মালিককে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

গতকাল বৃহস্পতিবার (১৬ মার্চ) দুপুরে উপজেলার বীজবাগ ইউনিয়নের বালিয়াকান্দি গ্রামে অভিযান চালিয়ে এ জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) তাজমিন আলম তুলির আদালত।

জানা যায়, বৃহস্পতিবার দুপুরে সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুন নাহারের নেতৃত্বে সহকারী কমিশনার (ভূমি) তাজমিন আলম তুলি উপজেলার বীজবাগ ইউপির বালিযাকান্দি গ্রামে অবস্থিত আবু তাহের কোম্পানীর ভাইভাই ব্রিকফিল্ড নামের ইটভাটায় অভিযান পরিচালনা করেন। এ সময় মালিক পক্ষ ইটভাটা পরিচালনায় কোনো বৈধ কাগজপত্র দেখাতে না পারায় এবং ইটভাটা এলাকায় বসতবাড়ির ক্ষতি হওয়ায় ইটভাটার মালিক আবু তাহের কোম্পানিকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাজমিন আলম তুলি বলেন, ইটভাটার মালিককে নতুন করে দুই মাসের সময় দেওয়া হয়েছে। লাইসেন্স না করলে ইটভাটাটি বন্ধ করে দেওয়া হবে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //