আশুলিয়ায় বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালিত

আশুলিয়ায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। 

আজ শুক্রবার (১৭ মার্চ) দুপুরে বগাবাড়ি এলাকায় এ অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান বঙ্গবন্ধুর আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন। পরে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

প্রতিমন্ত্রী বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা আমরা ভাই ভাই। আমাদের নিজেদের মধ্যে যদি ভুলবোঝাবুঝি হয়ে থাকে সেটা ব্যক্তিগত। দলের নামে কোনো বিরুপ মন্তব্য হয় এমন কাজ করা থেকে আমরা সবাই বিরত থাকবো। 

তিনি আরও বলেন, আমাদের আজকের এই স্বাধীন বাংলাদেশের জন্মদাতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার জন্ম না হলে এদেশের জন্ম হতো না। আজকে আমরা সেই নেতার জন্মদিন পালন করছি।

পরে বঙ্গবন্ধুর আত্মার মাগফিরাত কামনা ও তার পরিবারের সাফল্য কামনা করে দোয়া করা হয়। 

এসময় আশুলিয়া থানা আওয়ামী লীগের সভাপতি ফারুক হাসান তুহিন ও উপজেলা ভাইস চেয়ারম্যান শাহাদাৎ হোসেন খান সহ আ.লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //