ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ: ১৭ মার্চ ২০২৩, ০৩:২৮ পিএম
আপডেট: ১৭ মার্চ ২০২৩, ০৩:৪৩ পিএম
ঝিনাইদহ পৌরসভাধীন ষাটবাড়ীয়া শ্রী শ্রী গঙ্গাতলা কালী মন্দিরে শ্রী শ্রী ১৪ হাত কালী পূজার শুভ উদ্বোধন করা হয়েছে।
গত বুধবার (১৫ মার্চ) রাতে এ ধর্মীয় আয়োজনের উদ্বোধন করেন পৌরসভার মেয়র ও জাহেদী ফাউন্ডেশনের নির্বাহী সদস্য কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজল।
সেখানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ২ নং ওয়ার্ড কাউন্সিলর আবু বক্কর মন্ডল।
অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন ষাটবাড়ীয়া শ্রী শ্রী গঙ্গাতলা কালী মন্দির পূজা কমিটি সভাপতি শ্রী লিকু দাশ। গঙ্গাতলা কালীমন্দির কমিটি আয়োজনে জাহেদী ফাউন্ডেশনের পক্ষ থেকে ৫০ হাজার টাকা মন্দির উন্নয়নে অনুদান প্রদান করা হয়।
জাহেদী ফাউন্ডেশনের নির্বাহী সদস্য কাইয়ুম শাহরিয়ার জাহেদী বলেন, ধর্ম যার যার উৎসব সবার। আমাদের দেশ সম্প্রীতির দেশ। এ বন্ধনকে আরো মজবুত করতে হবে।
তিনি বলেন, জাহেদী ফাউন্ডেশন সব সময় মানুষের কল্যাণে কাজ করে যেতে চায়। আমরা আপনাদের পাশে আছি।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : ঝিনাইদহ জাহেদী ফাউন্ডেশন ঝিনাইদহ পৌরসভা
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh