কবি পাগলাকানাইয়ের ২১৩তম জন্মবার্ষিকী উদযাপন

মরমী কবি পাগলাকানাইয়ের ২১৩তম জন্মবার্ষিকী জাঁকজমক ভাবে উদযাপন করেছে ঝিনাইদহ। গতকাল শুক্রবার (১৮ মার্চ)সাতদিনব্যাপী এ অনুষ্ঠানের ইতি ঘটে মরমী কবির মাজার ঝিনাইদহ সদর উপজেলার বেড়বাড়ী প্রাঙ্গনে।

জেলা প্রশাসন ও পাগলাকানাই সৃতি সংরক্ষণ পরিষদের যৌথ আয়োজেনে এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মনিরা বেগম। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক অধ্যক্ষ ডা. বিএম রেজাউল করিম, পাগলাকানাই সৃতি সংরক্ষণ পরিষদের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান এ্যাড. আব্দুর রশিদ।

তার মাজার প্রাঙ্গণে আলোচনা সভা শেষে রাতে পুরস্কার বিতরণ করা হয়। পাগলাকানাইয়ের গান প্রতিযোগিতায় দিব্যেন্দু বিশ্বাস, চিত্রাঙ্কন, বই পাঠ, পাগলাকানাইয়ের জীবনীর উপর বক্তৃতা প্রতিযোগিতায় অর্পিতা জান্নাত শশি, লামিসা জামান তুর্কী, এ বি সীমান্তকে প্রথম পুরস্কার প্রদান করা হয়। 

এরপর শুরু হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। যা চলে গভীর রাত পর্যন্ত। হাজার হাজার দর্শক এ মনোমুগ্ধকর অনুষ্ঠান দেখতে যান।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //