কর্মী সভায় নেতার বিরুদ্ধে স্লোগান দেয়াকে কেন্দ্র করে দলীয় প্রতিপক্ষের ওপর হামলা এবং সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় উপজেলা বিএনপির সাবেক সভাপতির অনুসারীদের বেদম মারধর করে সাবেক সংসদ সদস্য প্রার্থী ও জেলা বিএনপির সিনিয়র সদস্যের অনুসারীরা।
আজ রবিবার (১৯ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে বরিশাল নগরীর সদর রোডে বিএনপির দলীয় কার্যালয় চত্বরে উজিরপুর উপজেলা বিএনপির কর্মী সভা চলাকালে এ ঘটনা ঘটে। এসময় সিনিয়র নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
বিএনপির দলীয় নেতারা জানিয়েছেন, তৃনমূল বিএনপিকে ঢেলে সাজানোর প্রক্রিয়ার অংশ হিসেবে দুই মাস আগে উজিরপুর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করে জেলা কমিটির নেতারা। ওই উপজেলায় নতুন কমিটি গঠনের লক্ষ্যে ইতিপূর্বে উজিরপুর উপজেলা সদরে এবং গুঠিয়া ইউনিয়নে দুই দফা কর্মীসভা আহ্বান করা হয়। তবে ক্ষমতাসীনদের বাধায় সভা করতে পারেনি বলে অভিযোগ বিএনপি নেতাকর্মীদের।
এর প্রেক্ষিতে রোববার সকাল ১০টায় বরিশাল নগরীর সদর রোডের দলীয় কার্যালয়ে উজিরপুর উপজেলা বিএনপির কর্মীসভা শুরু হয়। উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবদুল মাজেদ মান্নান মাস্টারের সভাপতিত্বে কর্মী সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহবায়ক আবুল হোসেন খান। বিশেষ অতিথি ছিলেন সদস্য সচিব আবুলি কালাম শাহিন।
এদিকে সভা চলাকালে সভা স্থলের বাইরে উজিরপুরের সাবেক সংসদ সদস্য প্রার্থী ও জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি সরদার শরফুদ্দিন আহমেদ সান্টুর বিরুদ্ধে স্লোগান দেয় উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবদুল মাজেদ মান্নান মাস্টারের অনুসারীরা।
এ নিয়ে দুই গ্রুপের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা এবং পরে সান্টু অনুসারীরা তাদের দলীয় প্রতিপক্ষ মান্নান মাস্টারের অনুসারীদের বেদম মারধর করে। এ নিয়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হলে সদর রোড এলাকায় উত্তাপ ছড়িয়ে পড়ে।
এসময় ঘটনাস্থলে উপস্থিত বিএনপির সিনিয়র নেতারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে জেলা বিএনপির আহবায়ক ও সদস্য সচিবের উপস্থিতিতে উজিরপুর উপজেলা বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত হয়।
এ প্রসঙ্গে শারফুদ্দিন আহমেদ সান্টু অনুসারী উজিরপুর উপজেলা যুবদলের আহবায়ক আ.ফ.ম শামসুদ্দোহা আজাদ বলেন, কর্মীসভা চলাকালে মান্নান মাস্টারের লোকেরা নেতাকে (শরফুদ্দিন আহমেদ সান্টু) উল্টোপাল্টা স্লোগান দেয়। এজন্য আমাদের লোকেরা নেতার পক্ষে পাল্টা স্লোগান দেয়। এ নিয়ে একটু উত্তেজনা হলেও কোন মারামারি হয়নি।
তবে উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবদুল মাজেদ মান্নান মাস্টার বলেন, আমি সভাস্থলে ছিলাম। তাই বাইরে কি ঘটেছে সে বিষয়ে ভালো বলতে পারব না। তবে শুনেছি নিজেদের মধ্যে একটু কথা কাটাকাটি হয়েছে। সেটা কি নিয়ে তা বলতে পারবো না। খোঁজ নিয়ে জানাতে পারবো।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : বরিশাল বিএনপির কর্মী সভা সংঘর্ষ বিএনপি হামলা
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh