ট্রাক-সিএনজির সংঘর্ষে নিহত দুই

ময়মনসিংহ-নেত্রকোনা সড়কে ট্রাকের সাথে সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে সিএনজির চালকসহ দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিন জন আহত হয়েছেন। 

ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার শ্যামগঞ্জ বাজারে আগুন লাগা দেখতে যাওয়া পথে ট্রাকের সাথে সংঘর্ষে সিএনজি চালিত অটোরিকশার চালকসহ দুই জন নিহত হয়েছেন। এই ঘটনায় সাইদুল (৩০), কালাচাঁন (৩২), শামছু (৫০) নামে তিন জন আহত হয়েছেন।

গতকাল বুধবার (২২ মার্চ) রাত সোয়া ১১টার দিকে ময়মনসিংহ-নেত্রকোনা সড়কের সিধলা ইউনিয়নের চরপাড়া মাদ্রাসা এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার সিধলা ইউনিয়নের বেলতলী দক্ষিণপাড়া এলাকার রশিদের ছেলে সিএনজি চালক হুমায়ুন (২০), একই ইউনিয়নের বেলতলী মধ্যপাড়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে রুবেল মিয়া (৩২)। এ ঘটনায় আহতরা হলেন- সাইদুল (৩০), কালাচাঁন (৩২), শামছু (৫০)। 

স্থানীয়দের বরাত দিয়ে গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম বলেন, রাত সোয়া ১০ টার দিকে শ্যামগঞ্জ মধ্যবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এমন খবর পেয়ে অটোরিকশা চালক নিহত হুমায়ুন, রুবেল এবং আহত সাইদুল কালাচাঁন, শামছুসহ পাঁচজন সিএনজি যোগে শ্যামগঞ্জের উদ্দেশ্যে রওনা হন। উপজেলার ময়মনসিংহ-নেত্রকোনা সড়কের সিধলা ইউনিয়নের চরপাড়া মাদ্রাসা এলাকায় যেতেই বিপরীত দিক থেকে আসা বালু বোঝাই ট্রাকের সাথে সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই হুমায়ুন মারা যান। গুরুতর আহত অবস্থায় রুবেলকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, ঘটনার পর চালক পালিয়ে গেলেও ট্রাক জব্দ করা হয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। 

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //