যাত্রী বেশে ছিনতাই: পাইপগানসহ ২ ছিনতাইকারী গ্রেপ্তার

নোয়াখালীর সোনাইমুড়ীতে ছিনতাইকারী চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় ছিনতায়ের কাজে ব্যবহৃত একটি পাইপগান, ছিনতাইকৃত অটোরিকশা ও একটি মোবাইল সেট জব্দ করা হয়।

গ্রেপ্তাররা হলেন মোশারফ হোসেন মাসুদ (২২) ও মামুনুর রশিদ (২৬)। তারা দুইজনই উপজেলার ৯নং দেউটি ইউনিয়নের পালপাড়া গ্রামের বাসিন্দা।

গতকাল শনিবার (২৫ মার্চ) সকালে আসামিদের নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়।  

এর আগে, গত শুক্রবার (২৪ মার্চ) বিকেল ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সোনাইমুড়ীর পৌরসভার ৫নম্বর ওয়ার্ডের আমজাদ হাজী বাড়ির ভাড়া বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।  

এসব তথ্য নিশ্চিত করেন নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম। 

তিনি বলেন, গত সোমবার রাত সাড়ে ১১টার দিকে ছিনতাইকারী মামুন সোনাইমুড়ী বাইপাস মোড় থেকে যাত্রীবেশে কামাল হোসেনের ব্যাটারি চালিত অটোরিকশায় উপজেলার বারুলের উদ্দেশ্যে রওয়ানা করেন। পথিমধ্যে তার অপর দুইজন সঙ্গী মাসুদ ও আরিফ মাস্ক পরিহিত অবস্থায় সেই রিকশায় যাত্রীবেশে উঠেন। পরবর্তীতে নির্জন স্থানে গিয়ে তারা চালকের গলায় ধারালো চাকু ধরে তার পকেটে থাকা মোবাইল ও টাকা ছিনিয়ে নেয়। এরপর অস্ত্রের মুখে জিম্মি করে তার অটোরিকশা ছিনিয়ে নিয়ে চলে যান। 

তিনি আরো জানান, আসামিরা দীর্ঘদিন যাবত উপজেলার বিভিন্ন এলাকায় ছিনতাইসহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত বলে প্রাথমিক ভাবে জানা যায়। এ ঘটনায় ছিনতাইকারী চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তবে অন্য এক সদস্য আরিফ পলাতক আছেন। 

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //