খোকসা ইউএনও’র মোবাইল নম্বর ক্লোন করে চাঁদা দাবি

কুষ্টিয়ার খোকসা উপজেলার নির্বাহী কর্মকর্তার (ইউএনও) রিপন বিশ্বাসের মোবাইল নম্বর ক্লোন করে একাধিক ব্যক্তির কাছ থেকে চাঁদা দাবি করার অভিযোগ পাওয়া গেছে।

গতকাল সোমবার (২৭ মার্চ) দুপুরে খোকসা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিপন বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বিভিন্ন ইটভাটা মালিকের কাছে ইফতার পার্টির কথা বলে বিভিন্ন অংকের টাকা দাবি করা হয়। আমার মোবাইল নম্বর ক্লোন করে একাধিক ইটভাটা মালিকের কাছে ৮-১০ হাজার টাকা দাবি করা হয়। একইসঙ্গে টাকা পাঠানোর জন্য বিকাশ নম্বরও দেওয়া হয়।

এ বিষয়ে এমএস ব্রিকস নামের ইটভাটার মালিক আবদুল মজিদ বলেন, রবিবার রাতে আমার মোবাইলে একটা কল আসে। কুশল বিনিময় শেষে আমাকে বলেন কিছু টাকা পাঠান। ইফতার পার্টি আছে। অনেক খরচ। কিন্তু কণ্ঠ সন্দেহ হলে আমি সোমবার সকালে ইউএনওকে কল করে বিষয়টি বললে তিনি বলেন, না আমি তো ফোন করিনি।

খোকসা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিপন বিশ্বাস বলেন, আমার অফিসিয়াল মোবাইল নম্বরটি ক্লোন করে বিভিন্ন ইটভাটা মালিকের কাছে ইফতার পার্টির নাম করে টাকা দাবি করা হয়। তিনটি ইটভাটা মালিক ৫ হাজার টাকা করে ১৫ হাজার টাকা বিকাশ করেছেন। এমএস ব্রিকস নামের ইটভাটা মালিক আবদুল মজিদের মোবাইলে কল গেলে তার সন্দেহ হলে আমাকে কল করে বিষয়টি জানান। এ বিষয়ে সবাইকে সচেতন করতে উপজেলা প্রশাসনের ফেসবুক পেজে পোস্ট করা হয়।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //