নোয়াখালী পৌরসভার মাইজদী রেলস্টেশনের পাশ থেকে পরিত্যক্ত বস্তায় ৮টি তলোয়ারসহ দেশীয় অস্ত্র জব্দ করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
আজ বুধবার (২৯ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন নোয়াখালী পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম। এর আগে, গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১০টায় অস্ত্রগুলো পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।
জানা যায়, রাতে রেলস্টেশন এলাকায় অস্ত্রসহ বহিরাগত লোকজনের উপস্থিতির খবরে অভিযান চালায় ডিবি। টের পেয়ে দুর্বৃত্তরা পালিয়ে গেলেও তাদের রেখে যাওয়া বস্তায় অস্ত্রগুলো পাওয়া যায়। এ ঘটনায় সাধারণ ডায়েরি করা হয়েছে।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : নোয়াখালী অস্ত্র উদ্ধার নোয়াখালী পৌরসভা
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh