লাশ ছিনিয়ে নিতে হাসপাতালে কিশোর গ্যাংয়ের তাণ্ডব

বিদ্যুৎস্পৃষ্টে মৃত দুইজনের লাশ ছিনিয়ে নিতে চাঁদপুরের সরকারি জেনারেল হাসপাতালে তাণ্ডব চালিয়েছে একদল কিশোর গ্যাং। তাদের দলগত হামলায় হাসপাতালের পাঁচ স্টাফকে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে।

আজ বুধবার (২৯ মার্চ) দুপুর ১২টায় হাসপাতালের জরুরি বিভাগে এ ঘটনা ঘটে। পরে চাঁদপুর মডেল থানা পুলিশের উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

হাসপাতাল সূত্র জানায়, বুধবার দুপুরে চাঁদপুর সদরের পূর্ব শ্রীরামদি এলাকার শামীম ও মিনহাজ নামের দুই কিশোর বৃষ্টির সময় খেলার মাঠে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। মৃতরা পূর্ব শ্রীরামদি এলাকার বাসিন্দা এবং নুরিয়া উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর শিক্ষার্থী।

এদিকে মৃতদের মরদেহ হাসপাতাল হেফাজতে রেখে নিয়মানুযায়ী পুলিশকে অবহিত করা হয়। পুলিশ আসার আগেই মৃতদের স্বজনরা মরদেহ ময়নাতদন্ত ছাড়াই ছিনিয়ে নিতে হাসপাতালের স্টাফদের ওপর চাপ প্রয়োগ করেন। তারা হাসপাতাল কর্তৃপক্ষ বা পুলিশের নির্দেশ ছাড়া মরদেহ না দিলে উত্তেজনার সৃষ্টি হয়। এক পর্যায়ে একদল কিশোর জরুরি বিভাগে প্রবেশ করে স্টাফদের ওপর হামলা করেন। তাদের অতর্কিত হামলায় দায়িত্বে থাকা পাঁচ স্টাফ আহত হন। আহতদের মধ্যে সিহাব নামে একজনের অবস্থা খুবই আশঙ্কাজনক।

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের চিকিৎসক ডা. সুশান্ত বলেন, বিদ্যুৎস্পৃষ্টে মারা যাওয়াদের ক্ষেত্রে কিছু আইনি বিষয় থাকে। যে কারণে লাশ হাসপাতালের জিম্মায় রাখা হয়েছিল। কিন্তু মৃতদের স্বজনসহ এলাকার কিছু কিশোর হাসপাতাল থেকে লাশ ছিনিয়ে নিতে চেষ্টা করেন। এসময় কিশোররা হাসপাতালের পাঁচ স্টাফকে পিটিয়ে আহত করেন।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রশিদ বলেন, হাসপাতালের ইমারজেন্সি কক্ষের পাঁচ স্টাফকে আহত করার বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। আমরা ইতোমধ্যেই কিশোর গ্যাংয়ে থাকা আরিফুল্লাহ নামের একজনকে আটক করেছি। পরিস্থিতি এখন আমাদের নিয়ন্ত্রণে রয়েছে। আমরা পরবর্তী তদন্ত সাপেক্ষে আইননানুগ ব্যবস্থা নেবো। 

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //