কেন্দুয়ায় হ্যান্ডট্রলির ধাক্কায় শিশু শিক্ষার্থী নিহত

নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলার তেতুলীয়া গ্রামের রাস্তায় হ্যান্ডট্রলির ধাক্কায় সাইকেল আরোহী শান (৬) নামে এক শিশু নিহত হয়েছেন।

শান তেতুলীয়া গ্রামের বাবুল মিয়ার ছেলে। সে উপজেলার কান্দিউড়া ইউনিয়নের তেতুলীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশুশ্রেণির শিক্ষার্থী।

গতকাল শুক্রবার (৩১ মার্চ) দুপুর ড়টার দিকে তেতুলীয়ার তিনরাস্তার মোড়ে ঘটনাটি ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শান দুপুরে গ্রামের রাস্তায় সাইকেল চালাচ্ছিলেন। এসময় হ্যান্ডট্রলির চালক অন্তর মিয়া (১৬) ট্রলি নিয়ে তেতুলিয়া তিন রাস্তার মোড়ে ট্রলিটি ঘোরানোর সময় সাইকেলটিতে ধাক্কা লাগে। এসময় শান মারাত্মক আহত হয়। আহত শানকে উদ্ধার করে চালক অন্তর মিয়া নিজেই কেন্দুয়া উপজেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক শানকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে পুলিশ মরদেহ থানায় নিয়ে যায়।

চিরাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল কবির খান জানান, কেন্দুয়া পৌরসভার মেয়র আসাদুল হক ভূঁইয়া, কান্দিউড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুল আলম বাবুলসহ এলাকার গণ্যমান্য লোকজনদের নিয়ে এবং দুই পরিবারের সম্মতি নিয়েই থানায় বসে মীমাংসা করা হবে। 

এ বিষয়ে জানতে চাইলে কেন্দুয়া থানার তদন্ত কর্মকর্তা আশরাফুল ইসলাম জানান, কেন্দুয়া পৌরসভার মেয়র মো. আসাদুল হক ভূঁইয়া, কান্দিউড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুল আলম বাবুল ও চিরাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল কবির খানসহ স্থানীয় লোকজনদের সমন্বয়ে উভয়ের পরিবারের সমঝোতায় মীমাংসা হওয়ার কথা রয়েছে। যদি মীমাংসা হয় তাহলে মামলা ছাড়াই পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //