লক্ষ্মীপুরে মাদক ব্যবসায়ীর কারাদণ্ড

দেড় হাজার পিস ইয়াবা ট্যাবলেট রাখার দায়ে ছালাম (৩৫) নামে একজনের ১০ বছরের সশ্রম কারাদণ্ডের রায় দিয়েছেন আদালত। একই সাথে তার ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়। একই মামলায় অপর অভিযুক্ত রফিকুল ইসলামকে বেকসুর খালাস দিয়েছে আদালত।

জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রহিবুল ইসলাম আজ সোমবার (৩ এপ্রিল) দুপুরে এ রায় দেন। রায়ের সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন না, তারা পলাতক রয়েছেন।

দণ্ডপ্রাপ্ত আসামি ছালাম কক্সবাজার জেলার চৌফলদণ্ডী ইউনিয়নের মাইজপাড়া গ্রামের নুরুল ইসলামের ছেলে। তার সহযোগী খালাসপ্রাপ্ত রফিকুল ইসলাম একই এলাকার ফরিদের ছেলে।

মামলার এজাহার সূত্র জানায়, ২০১৮ সালের ৩০ অক্টোবর ভোররাতে সদর থানা পুলিশের সদস্যরা সদর উপজেলার দালাল বাজারে অভিযান চালায়। পুলিশ একটি সিএনজি চালিত অটোরিকশা থামালে সিএনজির পেছনে বসা ছালাম ও রফিকুল ইসলাম দৌড়ে পালিয়ে যাবার চেষ্টা করে। পরে পুলিশ তাদের দুইজনের মধ্যে ছালামকে আটক করতে পারলেও রফিকুল পালিয়ে যেতে সক্ষম হয়। এসময় পুলিশ ছালামের দেহ তল্লাশি করে তার কাছ থেকে ১৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। ঘটনার দিন সদর থানা পুলিশের এসআই আবু নাসের বাদী হয়ে আটককৃত ছালাম ও পলাতক  রফিকুল ইসলামকে আসামি করে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। ওই মামলায় ছালামকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. জসিম উদ্দিন রায়ের বিষয়টি নিশ্চিত করে বলেন, আদালত দীর্ঘ শুনানি ও সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে ছালামের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় এ রায় দিয়েছেন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //