ভোলা সদরের ওয়েস্টার্ন পাড়া এলাকায় আগুন লেগে পুড়ে গেছে একটি তুলার গোডাউনসহ পাঁচটি বসত ঘর। আগুন নেভাতে গিয়ে প্রচণ্ড ধোয়ায় শ্বাসকষ্টে অসুস্থ হয়ে ইব্রাহিম (৪৫) নামে এক ব্যাবসায়ী নিহত হয়েছেন।
গতকাল সোমবার (৩ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে বিদ্যুতের সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। ভোলা ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের ভোলা সূত্র জানায়, স্থানীয় আলী হোসেন নামের এক ব্যবসায়ীর তুলার গোডাউন থেকে আগুনের সূত্রপাত। রাত সাড়ে ১০টার দিকে গোডাউনটিতে আগুন লাগে। রাত আগুন লাগার কিছু সময়ের মধ্যে আগুন চারপাশে ছড়িয়ে পড়ে। এতে গোডাউনের পাশের পাঁচটি বসত ঘরে আগুন লাগে।
এদিকে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসকে সহযোগিতা করতে এসে প্রচণ্ড ধোয়ায় অসুস্থ হয়ে ইব্রাহিম নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
ভোলা সদর মডেল থানার ওসি শাহিন ফকির এক জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
ভোলা সদর উপজেলার নির্বাহী অফিসার মো. তৌহিদুল ইসলাম বলেন, আগুনে প্রায় ৪ থেকে ৫ ঘর একদম পুড়ে গেছে। একজন মারা গেছেন। ফায়ার সার্ভিস আগুনের ক্ষয়ক্ষতি নিরুপন করছেন। আগুনে ক্ষতিগ্রস্তদের জেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হবে বলে জানান।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : ভোলা আগুন তুলার গোডাউন নিহত
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh