ঝিনাইদহে ৩ মাসে সড়কে ঝরেছে ২৫ প্রাণ

ঝিনাইদহ সড়কগুলো দিনের পর দিন বেপরোয়া হয়ে উঠেছে। জীবন হাতে নিয়ে চলতে হয় এ সকল সড়কে। পুরো জেলায় এ বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত এ তিন মাসে বিভিন্ন বয়সের ২৫টি তাজা প্রাণ ঝরে গেছে। কোনোভাবেই ঠেকানো যাচ্ছে না সড়কে মৃত্যুর মিছিল। সড়ক শৃঙ্খলা বলতে যা বোঝায় তা পুরোপুরি ভেঙে পড়েছে বলে মনে করছেন সচেতন মহল।

জানা যায়, ঝিনাইদহ জেলার উপর দিয়ে দেশের ৪টি গুরুত্বপূর্ণ মহাসড়ক চলে গেছে। দক্ষিণে ঝিনাইদহ-যশোর মহাসড়ক, উত্তরে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়ক, পূর্বে ঝিনাইদহ-মাগুরা মহাসড়ক এবং পশ্চিমে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়ক। শুধু মহাসড়কেই প্রতিদিন কয়েক হাজার বাস-ট্রাক-মাইক্রো-প্রাইভেট কার চলাচল করছে নিয়মিত।  

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, ২০২৩ সালের জানুয়ারি থেকে ৩১ মার্চ পর্যন্ত জেলার ৬ উপজেলায় ২৫ জনের মৃত্যু হয়েছে সড়ক দুর্ঘটনায়। এরমধ্যে ঝিনাইদহ সদর উপজেলায় ৯ জন, শৈলকুপায় ৫ জন, মহেশপুরে ১ জন, কোটচাঁদপুরে ৪ জন ও কালীগঞ্জ উপজেলায় ৫ জন সড়ক দুর্ঘটনায় নিহত হন।

ঝিনাইদহ হাইওয়ে পুলিশের ওসি মিজানুর রহমান বলেন, অবৈধ যানবাহনের বিরুদ্ধে নিয়মিত সড়ক-মহাসড়কে অভিযান চালানো হচ্ছে। আলমসাধু, ভটভটি ও ইজিবাইকসহ বিভিন্ন অবৈধ যানবাহন আটক করা হচ্ছে। পাশাপাশি তাদের সচেতনও করা হচ্ছে।

তিনি বলেন, এই সেক্টরের সঙ্গে সবাই একসঙ্গে কাজ না করলে পুলিশের পক্ষে একা অবৈধ যানবাহন বন্ধ করা সম্ভব নয়।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //