নাটোরে আওয়ামী লীগের শান্তি সমাবেশে হামলা ও গুলিবর্ষণের মামলায় জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক মো. শহিদুল ইসলাম বাচ্চুসহ দুজনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র্যাব)-৫।
গতকাল সোমবার (৩ এপ্রিল) দিনগত রাতে টাঙ্গাইল জেলা থেকে বাচ্চুকে গ্রেপ্তার করা হয়। একই মামলায় রাতে এনএস কলেজের সাবেক জিএস জহির উদ্দিনকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল। গ্রেপ্তারের পর নাটোর সদর থানায় তাদের হস্তান্তর করা হয়েছে।
আজ মঙ্গলবার (৪ এপ্রিল) সকালে তাদের দুজনকে নাটোর আদালতে পাঠানো হয়েছে।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গত রবিবার (২ এপ্রিল) দুপুরে নাটোর সদর থানায় মামলাটি দায়ের করেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক নিউন হোসেন। ওই মামলায় জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক বাচ্চুকে প্রধান আসামি করে ২৬ জনের নাম উল্লেখ করে এবং আরও ১০০/১৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।
পরে রবিবার বিকেলে বাচ্চুর লাইসেন্স করা পিস্তল জব্দ করা হয়। একই দিনে সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফয়সাল আলম আবুলকে তেবাড়িয়ায় তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। গত রাতে আরও দুজনকে আটক করা হয়। এ নিয়ে এ মামলায় তিনজন গ্রেপ্তার হলেন।
মামলা সূত্রে জানা গেছে, বিএনপি-জামায়াতের অব্যাহত দেশ ‘বিরোধী ষড়যন্ত্র ও নাশকতা’র বিরুদ্ধে নাটোর পৌর আওয়ামী লীগের উদ্যোগে শনিবার (১ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে শহরের কান্দিভিটুয়া দলীয় কার্যালয় থেকে এক শান্তি মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপশহর মাঠে যাওয়ার সময় পুলিশ তাদের সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে বাধা দেয়।
পরে সেখানেই সমাবেশ করার সময় বাচ্চু সমাবেশ লক্ষ্য করে গুলি ছোড়েন। এছাড়া বিএনপির অন্য নেতাকর্মীরা লোহার রড, চাইনিজ কুড়ালসহ দেশীয় অস্ত্র নিয়ে আওয়ামী লীগ ও যুবলীগ নেতাকর্মীদের ওপর হামলা চালান। হামলায় জেলা যুবলীগের সাধারণ সম্পাদক রুহুল আমিন বিপ্লব ও শহর যুবলীগের সভাপতি অ্যাডভোকেট সায়েম হোসেন উজ্জ্বল আহত হন। এছাড়া তাদের ছোড়া ইটের আঘাতে অনেক নেতাকর্মী আহত হয়েছেন বলে মামলায় উল্লেখ করা হয়।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : নাটোর আওয়ামী লীগ বিএনপি গ্রেপ্তার মামলা
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh