ভারতে পাচারের সময় ৪ কেজি স্বর্ণ উদ্ধার

চুয়াডাঙ্গার ভারত সীমান্তবর্তী দামুড়হুদা উপজেলার দর্শনা থেকে ৪ কেজি ৪১৬ গ্রাম ওজনের ২২টি স্বর্ণের বার ও পাচার কাজে ব্যবহৃত একটি নীল রঙের মোটরসাইকেলসহ সাঈদ খানকে (৪২) আটক করেছে বিজিবি।

আজ বুধবার (৫ এপ্রিল) বেলা পৌনে ১১টার দিকে দর্শনা পৌর এলাকার রেল ক্রসিংয়ের কাছ থেকে তাকে আটক করা হয়। আটক সাঈদ খান দর্শনা মোবারক পাড়ার আব্দুর রাজ্জাক মন্ডলের ছেলে। জব্দ করা স্বর্ণের বাজার মূল্য ৩ কোটি ৭৪ লাখ ৮৯ হাজার ১৩৪ টাকা।

ঝিনাইদহ জেলার মহেশপুর ৫৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মাসুদ পারভেজ রানা দুপুরের পর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, তিনি গোয়েন্দা তথ্যে জানতে পারেন একজন ব্যক্তি চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী এলাকা থেকে মোটরসাইকেল চেপে স্বর্ণ পাচারের উদ্দেশ্যে ভারত সীমান্তবর্তী দর্শনা দিকে যাচ্ছে। এরপর তারই নেতৃত্বে বিজিবি ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ টহল দল উথলী এলাকায় অবস্থান নেয়। সে সময় ওই ব্যক্তি উথলী অতিক্রম করে দর্শনার দিকে যেতে থাকলে তার পিছু নেয়া হয়। তারপর তাকে দর্শনা রেল ক্রসিংয়ের কাছে আটক করে তার শরীর তল্লাশির পর সেখান থেকে উল্লেখিত ওই অবৈধ স্বর্ণের বার পাওয়া যায়। উদ্ধার করা অবৈধ স্বর্ণের বারগুলো জব্দ করে চুয়াডাঙ্গা ট্রেজারি কার্যালয়ে জমা দিয়ে আটক ব্যক্তির বিরুদ্ধে দর্শনা থানায় মামলা করা হয়েছে। 

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //