লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় জমিতে আম গাছ উপড়ে ফেলাকে কেন্দ্র করে বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই জাকিরুল ইসলাম মিস্টার (৩৫) নিহত হয়েছেন।
গতকাল শনিবার (৮ এপ্রিল) সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন হাতীবান্ধা থানার ওসি শাহ আলম।
এর আগে, গত শুক্রবার (৭ এপ্রিল) দুপুরে হাতীবান্ধা উপজেলার ডাউয়াবাড়ি ইউনিয়নের পাটিকাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার ডাউয়াবাড়ি ইউনিয়নের কেরামত আলীর ছেলে জহুরুল ইসলাম ও জাকিরুল ইসলাম মিস্টার। শুক্রবার দুপুরে জহুরুলের লাগানো আম গাছ ছোট ভাই জাকিরুল উপড়ে ফেলেন। এতে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে বড় ভাই জহুরুল ছোট ভাই জাকিরুলের মাথায় লাঠি দিয়ে আঘাত করেন। এতে প্রচুর রক্তক্ষরণ হয়। তার চিৎকার শুনে আশপাশের লোকজন এসে জাকিরুলকে উদ্ধার করে হাতীবান্ধা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। পরে তার অবস্থার অবনতি হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় জাকিরুল মারা যান।
তার বৃদ্ধ বাবা কেরামত আলী বলেন, তিন ভাইয়ের কেনা জমিতে আম গাছ লাগায় জহুরুল। সেই আমগাছ ছোট ছেলে জাকিরুল উপড়ে ফেললে দুই ভাইয়ের মধ্যে মারামারি শুরু হয়। এসময় বড় ছেলে ছোট ছেলের মাথায় লাঠি দিয়ে আঘাত করে। আমি এগিয়ে যাই, তাদের লাঠির আঘাতে আমি নিজেও এখন আহত।
হাতীবান্ধা থানার ওসি শাহ আলম বলেন, দুই ভাইয়ের মারামারির ঘটনায় হাতীবান্ধা থানায় একটি মামলা হয়েছে। শনিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় জাকিরুল মারা যান। এ ঘটনায় অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh