গাইবান্ধায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে শাকিল মিয়া (২২) নামের এক যুবক আত্মহত্যা করেছেন। গতকাল শনিবার (৮ এপ্রিল) বিকেলে গাইবান্ধা শাহ্ আব্দুল হামিদ স্টেডিয়াম সংলগ্ন রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাকিল মিয়া গাইবান্ধা সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের ভগবানপুর (বালুয়া হাসপাতাল) গ্রামের বাচ্চু মিয়ার ছেলে। তিনি পেশায় একজন অটোরিকশা চালক ছিলেন।
স্থানীয়রা জানান, ওই সময় ঢাকা থেকে ছেড়ে আসা রংপুর এক্সপ্রেস নামের একটি ট্রেন রংপুরের দিকে যাচ্ছিল। এরই মধ্যে গাইবান্ধা স্টেডিয়াম সংলগ্ন স্থানে পৌঁছালে লাইনের পাশে থাকা শাকিল ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই নিহত হয়।
রামচন্দ্রপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য আশিবুজ্জামান সাথী সরদার এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, প্রায় একমাস আগে প্রতিবেশি শাহীন মিয়ার মেয়ের সঙ্গে শাকিলের বিয়ে হয়। এই বিয়েকে কেন্দ্র করে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে শাকিল শনিবার বিকেলে ফেসবুক লাইভে এসে কান্নাকাটি করে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে মারা যান।
গাইবান্ধা রেলওয়ে স্টেশনের পুলিশের উপ-পরিদর্শক সেতাফুর রহমান বলেন, আমরা খবর পেয়ে ওই যুবকের লাশ উদ্ধার করি। এ ঘটনায় আইনি প্রক্রিয়া শেষে লাশ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা হাসপাতাল মর্গে পাঠানো হবে।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : গাইবান্ধা ট্রেন নিহত ট্রেনে কাটা পড়ে
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh