নোয়াখালীতে হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। আজ রবিবার (৯ এপ্রিল) সকালে গ্রেপ্তারকৃত আসামিকে নোয়াখালী চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। এর আগে, এর আগে গতকাল শনিবার দুপুরে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি রহমত উল্যাহ রনিকে চাটখিল উপজেলার হালিমা দীঘির পাড় থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার রহমত উল্যা রনি (২২) সোনাইমুড়ী উপজেলার জয়াগ ইউনিয়নের উলুপাড়া গাছী বাড়িরসামসুদ্দিনের ছেলে।
র্যাব-১১ সিপিসি-৩ নোয়াখালী ক্যাম্পের কোম্পানি লে. কমান্ডার মাহমুদুল হাসানা জানান, ২০১৭ সালের ১ আগস্ট নোয়াখালী-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের পাশে মুতাফফরগঞ্জে একটি ডোবা থেকে একটি মরদেহ উদ্ধার করা হয়। এ হত্যাকাণ্ডে অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে লাকসাম থানায় একটি হত্যা মামলা দায়ের করে পুলিশ।
পরে পুলিশ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে তদন্ত শুরু করে এবং মামলার রহস্য উন্মোচন করে তদন্ত শেষে গত বছরের ৬ এপ্রিল কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নাসরিন জাহান হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত পাঁচ জনকে ফাঁসির দণ্ডাদেশ প্রদান করেন। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে শনিবার দুপুরে নোয়াখালীর চাটখিল উপজেলার হালিমা দীঘির পাড় থেকে তথ্য প্রযুক্তির সহায়তায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি রহমত উল্যা রনিকে গ্রেপ্তার করা হয়।
উল্লেখ্য, হত্যা মামলায় প্রথম আসামি লিপি আক্তারের সাথে আকবর হোসেন বাবুলের সম্পত্তি সংক্রান্ত বিরোধের জেরে অন্যান্য আসামিদের সাথে অর্থের প্রলোভনে পরিকল্পনা অনুসারে আকবর হোসেন বাবুলকে অপহরণ করে নিয়ে হত্যা করে ডোবায় ফেলে দেয়।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh